সংস্কৃতিমন্ত্রক
উদ্বোধনের পর থেকে দুই মাসে ৫০ হাজারের বেশি দর্শক প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে এসেছেন
Posted On:
29 JUN 2022 6:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন, ২০২২
উদ্বোধনের পর থেকে দুই মাসে দেশ-বিদেশের ৫০ হাজারের বেশি দর্শক দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে এসেছেন। উল্লেখ করা যেতে পারে চলতি বছরের ২১ এপ্রিল এই সংগ্রহালয়টি সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া পর অভূতপূর্ব সাড়া মিলেছে।
সংগ্রহালয়টি খুলে দেওয়ার পর থেকে দু’মাসের মধ্যে বহু বিশিষ্ট ব্যক্তি তা ঘুরে দেখেছেন। এদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, ভারতের প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টগুলির বিচারপতিগণ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল ও প্রশাসকরা।
সমাজের বিভিন্ন শ্রেণীর ভিন্ন ভিন্ন বয়সের মানুষ এই সংগ্রহালয় ঘুরে দেখেছেন। যুবাদের পাশাপাশি সপরিবারে বহু মানুষ এমনকি পর্যটকরাও সংগ্রহালয়ে এসেছেন। নিজের খুব পছন্দের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা বা হাঁটা, হেলিকপ্টারে চড়া প্রভৃতি বিষয়ে অভূতপূর্ব আগ্রহ দেখা গেছে। সংগ্রহালয়ের এই উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সবার নজর কেড়েছে।
এই সংগ্রহালয় ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার নিদর্শন এবং গত ৭৫ বছরে দেশের উন্নয়নে তাঁদের অবদানের নানা খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়েছে। দর্শকরা এই সংগ্রহালয়ে প্রত্যেক প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র হিসেবে ভারতের অনন্য যাত্রাপথ সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাচ্ছেন। প্রযুক্তি নির্ভর অভিনব ব্যবস্থায় সুসংবদ্ধ উপায়ে স্বাধীনতার পর ভারতের কাহিনী এই সংগ্রহালয়ে তুলে ধরা হয়েছে। সংগ্রহালয়ের অভ্যর্থনা স্থলে ভাসমান জাতীয় প্রতীক বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। খুব শীঘ্রই এই সংগ্রহালয়ে মহাকাশে ভারতের সফল অভিযানগুলি নিয়ে একটি উচ্চপ্রযুক্তি ক্ষমতা সম্পন্ন আলোক ও ধ্বনি প্রদর্শনীর সূচনা হবে।
PG/BD/NS
(Release ID: 1838291)
Visitor Counter : 176