উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

যোগের প্রাচীন বিজ্ঞান বিশ্বকে ভারতের অমূল্য উপহার- উপরাষ্ট্রপতি

Posted On: 21 JUN 2022 10:51AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২১  জুন, ২০২২

 

উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নেন। সেকেন্দ্রাবাদ প্যারেড গ্রাউন্ডে পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত এই যোগাভ্যাস অনুষ্ঠানে কয়েকশো মানুষ যোগ দেন। শ্রী নাইডু এই অনুষ্ঠানে যোগাভ্যাস করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে ভাষণ দেন। 

শ্রী নাইডু যোগের প্রাচীন বিজ্ঞান বিশ্বকে ভারতের অমূল্য উপহার বলে উল্লেখ করে যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অঙ্গ ও তার সুফল গ্রহণের আহ্বান জানান। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে যোগাভ্যাস সম্পর্কে আরও বেশি গবেষণাধর্মী উদ্যোগ নেওয়ার ওপরেও তিনি জোর দেন। যোগের অর্থ ‘যোগদান করা’ অথবা ‘একত্রিত হওয়া’ বলে মন্তব্য করে শ্রী নাইডু বলেন, যোগাভ্যাস মন ও দেহ এবং মানুষ ও প্রকৃতির মধ্যে ঐক্য ও সাদৃশ্য গড়ে তোলার ওপর জোর দেন। সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে একতা ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

প্রত্যেকের জীবনে সুস্বাস্থ্যের গুরুত্বের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি সাধারণ মানুষের মধ্যে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক যোগ দিবসের  তাৎপর্য ব্যাখ্যা করেন। উল্লেখ করা যেতে পারে এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ‘মানবতার জন্য যোগ’। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি, অলিম্পিয়ান ও বিশিষ্ট ব্যাডমিন্টন তারকা পি বি সিন্ধু প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

PG/BD/NS


(Release ID: 1836034) Visitor Counter : 131