প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অপারেশন সংকল্প: ভারতীয় নৌ-বাহিনীর সামুদ্রিক নিরাপত্তা অভিযানের তৃতীয় বর্ষ

प्रविष्टि तिथि: 19 JUN 2022 10:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২২

 

ভারতের নৌ-বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় নৌ-বাহিনীর স্টেলথ ফ্রিগেট শ্রেণীর যুদ্ধ জাহাজ তলওয়ার বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অপারেশন সংকল্প উদযাপনের জন্য মোতায়েন রয়েছে। নৌ-বাহিনীর পক্ষ থেকে লাগাতার তিন বছর উপসাগরীয় অঞ্চলে সংকল্প অভিযান চলছে।

উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি, ২০১৯ সালের জুন মাসে ওমান উপসাগরীয় অঞ্চলে একাধিক পণ্যবাহী জাহাজের উপর আক্রমণের পর ভারতীয় নৌ-বাহিনী সামুদ্রপথ নিরাপত্তা অভিযান করে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সংকল্প। এ ধরনের অভিযানের উদ্দেশ্যই ছিল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ভারতীয় জাহাজগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা।

এই অভিযান সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক, জাহাজ মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তথা জাহাজ পরিবহণ মহানির্দেশকের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতির উপর নৌ-বাহিনী নিরন্তর প্রহরা রেখেছে, যাতে এই অঞ্চল দিয়ে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলি নিরাপদে যাতায়াত করতে পারে। দেশের নৌ-পরিবহণের স্বার্থ সুরক্ষায় নৌ-বাহিনী অঙ্গীকারবদ্ধ।

                                 

PG/BD/SB


(रिलीज़ आईडी: 1835546) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी