সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী জি কিষান রেড্ডি আগামীকাল অন্ধ্রপ্রদেশে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর বছরব্যাপী ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি পর্যালোচনা করবেন

Posted On: 11 JUN 2022 4:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুন, ২০২২
 
বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি আগামীকাল অন্ধ্রপ্রদেশের ভীমাভারম সফর করবেন। এই মহান স্বাধীনতা সংগ্রামীর অবদান স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে জাতীয় বাস্তবায়ন কমিটি (এনআইসি)  যথোপযুক্ত অনুষ্ঠান পালনের অনুমোদন দিয়েছে।
 
এই সফরে কেন্দ্রীয় মন্ত্রী মোগাল্লুতে আল্লুরি ধ্যান মন্দির, আল্লুরি সীতারাম রাজু স্মৃতিসৌধের স্থান পরিদর্শন করবেন এবং আল্লুরি সীতারাম রাজুর'র ১২৫তম জন্মবার্ষিকী বছরব্যাপী উদযাপনের জন্য সামাজিক নেতৃত্ব ও পশ্চিম ও পূর্ব গোদাবরীর সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।  
 
আল্লুরি সীতারাম রাজু এমন একজন বিপ্লবী, যিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।  ১৮৯৭ সালে চৌঠা জুলাই জন্ম তাঁর। তিনি অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং কর্ণাটকে "মান্যম ভিরুডু" বা "জঙ্গলের নায়ক" হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। 
 
১৯২২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত 'রাম্পা স্বাধীনতা সংগ্রাম'এ নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু।তাই তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই স্বাধীনতা সংগ্রামের শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। 
 
CG/SS/SKD/

(Release ID: 1833338) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Hindi , Telugu