যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় ৫জি ওপেন আরএএন –এর দেশীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Posted On: 02 JUN 2022 5:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২২

 

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (সি - ডট), ওয়াইসিগ নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ভিভিডিএন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড ৫জি সমাধানের জন্য ওপেন আরএএন ভিত্তিক রেডিও নেটওয়ার্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সি - ডট হল কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রকের টেলি যোগাযোগ বিভাগের প্রধান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। সি – ডট দেশীয় ভাবে ৪জি সমাধান সহ বিভিন্ন অত্যাধুনিক টেলিকম প্রযুক্তি তৈরি করেছে এবং ৫জির ক্ষেত্রে বিশেষভাবে ভাবে কাজ করছে। ওয়াইসিগ নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড একটি নতুন স্টার্টআপ সংস্থা, যারা ৫জি মোবাইল কমিউনিকেশন পণ্য বিপণন এবং টেলি যোগাযোগ ক্ষেত্রে সমস্যার সমাধান করে। ভিভিডিএন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড হল ৫জি, নেটওয়ার্কিং ও ওয়াইফাই, আইওটি এবং ক্লাউড স্টোরেজ পরিষেবা সহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে একটি প্রথম সারির পণ্য ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদনকারী সংস্থা। 

এই সহযোগিতার লক্ষ্য হল ভারতীয় গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রের বিকাশ এবং শিল্পের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যয় সাশ্রয়ী ৫জি পণ্যের স্বদেশীকতায় জোর, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি।  এদিন অনুষ্ঠানে সি – ডট -এর কার্যনির্বাহী অধিকর্তা ড. রাজকুমার উপাধ্যায়, কার্যকরী ও দ্রুত গতিতে সর্ব বিস্তৃত দেশীয় পণ্য এবং সমাধানগুলির বিকাশে বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধনের মূল ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন, দেশের চাহিদা মেটাতে এই ধরণের উদ্যোগ প্রয়োজন। তিনি আরো জানান, গবেষণা ও উন্নয়ন এবং শিল্প একে অপরের পরিপূরক। প্রধানমন্ত্রীর ‘গতিশক্তি’ এবং ‘আত্মনির্ভর ভারত’ –এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ৫জি প্রযুক্তির বিকাশ সাধনের জন্য সি – ডট -এর দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। ভিভিডিএন টেকনোলজিসের সিইও পুনীত আগরওয়াল জানান, ভিভিডিএন ভারতে ৫জি ইকো ব্যবস্থাপনা তৈরিতে সক্ষম। সি – ডট, ভিভিডিএন এবং ওয়াইসিগ –র মধ্যে সহযোগিতা টেলিকম ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওয়াইসিগ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা অধ্যাপক কিরণ কুচি বলেন, দেশীয় ৫জি নেটওয়ার্ক পরিকাঠামো সরঞ্জাম তৈরির জন্য সি – ডট –এর নেতৃত্বে এই উদ্যোগের অংশ হতে পেরে তাদের সংস্থা খুবই আনন্দিত। ওয়াইসিগ গত ৫ বছর ধরে দেশীয় ৫জি প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বলে তিনি জানান। 

 

CG/SS/SFS


(Release ID: 1830732) Visitor Counter : 235


Read this release in: English , Urdu , Hindi , Punjabi