স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৩ কোটি ৫৭ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৪০ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৮ হাজার ৩৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬৩ শতাংশ

Posted On: 01 JUN 2022 9:38AM by PIB Kolkata

নয়াদিল্লী, ০১ জুন, ২০২২


ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৩ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৮০৭ ছাড়িয়েছে। ১২-১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬-ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েদের ৩ কোটি ৪০ লক্ষ ১০ হাজার ৭৪৮টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয় গত ১০-ই এপ্রিল থেকে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ-

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৭,০৪০

দ্বিতীয় ডোজ

,০০,৪০,৬৮৭

প্রিকশন ডোজ

৫২,৩৯,৭৬১

অগ্রভাগে থাকা স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,৮৪,১৯,৩৩৪

দ্বিতীয় ডোজ

,৭৫,৮৫,২৩২

প্রিকশন ডোজ

৮৭,৬৬,৯৬২

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৪০,১০,৭৪৮

দ্বিতীয় ডোজ

,৬৫,৯৮,৯৯০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯৫,০৩,৬১৭

দ্বিতীয় ডোজ

,৫৮,২৭,৮৬৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৭১,৮৭,০০৪

দ্বিতীয় ডোজ

৪৯,০৩,৯০,৩৮৫

প্রিকশন ডোজ

,১০,১৬৬

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩২,৫৬,৭১০

দ্বিতীয় ডোজ

১৯,০৯,৩২,৮০৯

প্রিকশন ডোজ

১৪,২৪,৪১৫

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,৯৪,৭৪৩

দ্বিতীয় ডোজ

১১,৯০,৯২,৩৫২

প্রিকশন ডোজ

,৯০,৩১,৯৮৯

প্রিকশন ডোজ

,৫৩,৭৩,২৯৩

মোট

,৯৩,৫৭,২০,৮০৭

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৮ হাজার ৩৮৬ যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৬ জন। এরফলে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ১৭ হাজার ৮১০।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫৫ হাজার ৩১৪টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৫ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৬০৬।

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬৩ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬০ শতাংশ।


CG/SS/NS


(Release ID: 1830166) Visitor Counter : 158