তথ্যওসম্প্রচারমন্ত্রক
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Posted On:
29 MAY 2022 7:41PM by PIB Kolkata
মুম্বাই, ২৯ মে, ২০২২
মুম্বাইয়ের ওরলিতে নেহরু সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের ফিকশন এবং অ্যানিমেশন চলচ্চিত্র নিয়ে ১৭-তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- এমআইএফএফ ২০২২।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগ আয়োজিত ৭ দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেছেন। এই উৎসবকে আরও ছড়িয়ে দিতে এমআইএফএফ ২০২২ হাইব্রিড মোডের ব্যবস্থা করেছে। উৎসব অধিকর্তা রবীন্দ্র ভাকর জানিয়েছেন যারা https://miff.in/ এই লিঙ্কে নাম নথিভুক্ত করবেন তারা সকলে অনলাইনে বিনামূল্যে চলচ্চিত্র দেখতে পাবেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর সেই দেশকে এই উৎসবে কান্ট্রি অফ ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এমআইএফএফ ২০২২-এ বহু প্রশংসিত চলচ্চিত্র ‘হাসিনা- এ ডটারস টেল’ সহ বাংলাদেশের ১১টি চলচ্চিত্রের বিশেষ প্যাকেজ এই উৎসবে স্থান পেয়েছে।
উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রবীণ তথ্যচিত্র নির্মাতা এবং লেখক সঞ্জিত নারওয়েকারকে ডঃ ভি সান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। নারওয়েকার চলচ্চিত্রের ওপর ২০টিরও বেশি বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। যারমধ্যে রয়েছে, ‘মারাঠি সিনেমা ইন রেট্রোস্পেক্ট’। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বর্ণকমল জিতেছে। ভি সান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার, স্বর্ণ শঙ্খ এবং একটি শংসাপত্র দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পীযূষ গোয়েল জানান, যারা আর্ট ফিল্ম, তথ্যচিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেন তারা এক ধরণের স্টার্ট আপের নতুন ধারণা বীজ বপন করেন এবং দেশে বার্তা বাহকের ভূমিকা পালন করেন। তিনি বলেন, আজ সারা বিশ্বে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সিলভার স্ক্রিন, টেলিভিশন, ওটিটি ইত্যাদির মতো একাধিক উপায় রয়েছে। একইভাবে এই ধরণের স্টার্টআপদের ইউনিকর্নে পরিণত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, লতা মঙ্গেশকর একাধিক শিল্পী এবং সঙ্গীতজ্ঞদের অনুপ্রেরণা। সঙ্গীতের মাধ্যমে তিনি দেশের ইতিহাস, ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। মুম্বাই শহর ও চলচ্চিত্র জগতের জন্য লতা দিদির ভূমিকাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যথাযথ উপায়গুলি অন্বেষণ করা প্রয়োজন বলেও তিনি জানান।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর ভিডিও বার্তায় জানান, তথ্যচিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে। এটি শুধুমাত্র সমাজে পরিবর্তনের জন্য অনুপ্রেরণায় যোগায় না একটি হাতিয়ার হিসেবেও কাজ করে। তিনি বলেন, এমআইএফএফ হল এমন এক মঞ্চ যেখানে সারা বিশ্বের তথ্যচিত্র নির্মাতারা মতামত ও চিন্তাভাবনা বিনিময় করে থাকেন। অ্যানিমেশন চলচ্চিত্রগুলির সহ প্রযোজনা এবং বিপণনে সম্ভাবনাগুলিও অন্বেষণ করা সম্ভব। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডঃ এম মুরুগান ভাষণ দেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক ও জাতীয় জুরির সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। ১৭-তম এমআইএফএফ-এর উদ্বোধনে ৩৩ মিনিটের মণিপুরি তথ্যচিত্র ‘মৈরাং-দ্য ফায়ার লাইন’, ৬ মিনিটের ফ্রান্সের অ্যানিমেশন ছবি ‘ক্যাস্টওয়ে’ এবং জাপানে স্পল্প দৈর্ঘ্যের ফিকশন ছবি ‘শাবু-শাবু স্পিরিট’ দেখানো হয়।
CG/SS/NS
(Release ID: 1829690)
Visitor Counter : 156