স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯৩ কোটি ১৩ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ৩ কোটি ৩৬ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৬ হাজার ৩০৮
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৮৫
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৪ শতাংশ

Posted On: 28 MAY 2022 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ মে, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯৩ কোটি ১৩ লক্ষ ৪১ হাজার ৯১৮ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৩ কোটি ৩৬ লক্ষ ৩৭ হাজার ৯৭৪টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৬,৮৩৭

দ্বিতীয় ডোজ

,০০,৩৮,৫২৩

প্রিকশন ডোজ

৫১,৯০,৯৭০

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৮,৮৩৯

দ্বিতীয় ডোজ

,৭৫,৮১,৫১২

প্রিকশন ডোজ

৮৬,১৪,১০৪

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৩৬,৩৭,৯৭৪

দ্বিতীয় ডোজ

,৫৭,৫৫,৪৮০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯৩,৯০,৫২৩

দ্বিতীয় ডোজ

,৫৪,৭৬,১২৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৭০,৬৭,৪৫৯

দ্বিতীয় ডোজ

৪৮,৯৩,১১,৪৫২

প্রিকশন ডোজ

,৫৮,৮২২

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩২,৩৪,০৪১

দ্বিতীয় ডোজ

১৯,০৬,৯০,৫৮৩

প্রিকশন ডোজ

১৩,২৫,০৬৪

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭০,৭৯,২৮৭

দ্বিতীয় ডোজ

১১,৮৯,২৭,৪৭২

প্রিকশন ডোজ

,৮৪,৩৬,৮৪৯

প্রিকশন ডোজ

,৪৩,২৫,৮০৯

মোট

,৯৩,১৩,৪১,৯১৮

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৬ হাজার ৩০৮, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজর ১৫৮ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৬ লক্ষ ৯ হাজার ৩৩৫

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৮৫

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৪৭ হাজার ৬৩৭টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৪ কোটি ৯৩ লক্ষ ২৪ হাজার ৮৩৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৫৪ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬০ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1829059) Visitor Counter : 74