বিদ্যুৎমন্ত্রক

বিদ্যুৎ মন্ত্রক মাশুল ভিত্তিক দরপত্রের মাধ্যমে পিপিএ সহ দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদন সংস্থা গুলির জন্য নির্দেশ জারি করেছে

Posted On: 27 MAY 2022 5:43PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৭ মে,  ২০২২
 
বিদ্যুতের চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রক আজ বৈদ্যুতিক আইনের ১১ নম্বর ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করে বিদ্যুত উৎপাদন সংস্থা গুলির জন্য নির্দেশিকা জারি করেছে । মন্ত্রক বলেছে যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা এবং কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতির প্রেক্ষিতে উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন । মন্ত্রক আরও জানিয়েছে যে, দেশীয় কয়লা সরবরাহ বাড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও, কয়লার প্রয়োজনীতা এবং কয়লা সরবরাহের মধ্যে এখনও একটি ফারাক রয়েছে । যে কারণে বিদ্যুৎ উৎপাদনকারী স্টেশনগুলিতে কয়লার মজুত উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে ।
 
আমদানিকৃত কয়লায় ১০ শতাংশ পরিমাণে মিশ্রণ নির্ধারিত হিসেবে ঘটছে না এবং কয়লার মজুত ক্রমাগত হ্রাস পাচ্ছে । এই বিষয়টি নজরে রেখে বিদ্যুৎ মন্ত্রক চলতি মাসের ১৮ তারিখ সমস্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে, যদি ৩১-শে মে-র মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি মিশ্রণের জন্য কয়লা আমদানির বরাত না পেশ করে এবং ১৫-ই জুনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে মিশ্রণের উদ্দেশ্যে আমদানিকৃত কয়লা পৌঁছানো না শুরু করে, তাহলে খেলাপি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলিকে চলতি বছরের ৩১-শে অক্টোবরের মধ্যে অবশিষ্ট সময়ে এপ্রিল থেকে জুন মাসের প্রথম ত্রৈমাসিকের ঘাটতি হিসেবে মিশ্রণের জন্য আমদানিকৃত কয়লার পরিমাণ ১৫ শতাংশ করতে হবে । 
 
CG/SS/RAB


(Release ID: 1828860) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi , Odia