প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে প্রতিরক্ষা সচিব এবং ইউএই-এর প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ ফোর্স ডেভেলপমেন্ট অথরিটির আলোচনা

Posted On: 25 MAY 2022 2:24PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫  মে, ২০২২
 
সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের ফোর্স ডেভেলপমেন্ট অথরিটির প্রধান মেজর জেনারেল স্টাফ হাসান মহম্মদ সুলতাল বানি হাম্মাদ আজ নতুন দিল্লীতে প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন। গতকাল আয়োজিত ভারত-ইউএই যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি (জেডিসিসি)-র ১১-তম বৈঠকের বিষয়ে সচিবকে অবহিত করেন জেনারেল। 
 
জেডিসিসি বৈঠকে পৌরোহিত্য করেছেন সশস্ত্র বাহিনীর যুগ্ম সচিব শ্রী দীনেশ কুমার এবং ইউএই-র প্রতিরক্ষা মন্ত্রকের ফোর্স ডেভেলপমেন্ট অথরিটির প্রধান। বৈঠকে উভয় পক্ষ যৌথ মহড়া, শিল্প সহযোগিতা, গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা সহ সামরিক ক্ষেত্রে অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা করে। প্রতিরক্ষা শিল্প সহযোগিতা বাড়ানোর জন্য যৌথ উদ্যোগের নতুন উপায়গুলি চিহ্নিত করা এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলি নিয়ে পরীক্ষা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি যৌথ মহড়ার সুযোগ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।
 
২০২৩ সালে পারস্পরিক সুবিধাজনক তারিখে ইউএই-তে পরবর্তী জেডিসিসি বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দপ্তরে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (পলিসি প্ল্যানিং অ্যান্ড ফোর্স ডেভেলপমেন্ট)-এর ডেপুটি চিফ লেফ্টেন্যান্ট অতুল্য শোলাঙ্কির সঙ্গে  সাক্ষাৎ করেন জেনারেল। ইউএই-র প্রতিনিধি দলটি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত শিল্প সংস্থাগুলির সঙ্গে মতবিনিময় এবং গাজিয়াবাদে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড পরিদর্শন করেছে। 
 
 
CG/SS/NS


(Release ID: 1828334) Visitor Counter : 125