প্রতিরক্ষামন্ত্রক

নতুন অনুমোদিত সৈনিক স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু

Posted On: 23 MAY 2022 7:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মে, ২০২২
 
গত ২১ মে, ২০২২-এ সৈনিক স্কুলের পোর্টালে (https://sainikschool.ncog.gov.in/ecounselling) ই-কাউন্সেলিং- এর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সৈনিক স্কুল সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আরও একধাপ এগিয়েছে। সারাদেশে যৌথ অংশীদারিত্বে মোট ১০০ টি নতুন সৈনিক স্কুল গড়ে তোলা হবে।
 
সৈনিক স্কুল সোসাইটি ই- কাউন্সেলিং পরিচালনার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সদ্য অনুমোদিত সৈনিক স্কুলগুলিতে কমপক্ষে ৪০ শতাংশ আসন যোগ্য প্রার্থীদের মাধ্যমে পূরণ করবে।
 
প্রথম তালিকা থেকে ইতিমধ্যে দশটি নতুন স্কুলের জন্য ৪৮৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স এক্সামিনেশনের  মাধ্যমে ১২ হাজার উত্তীর্ণ পরীক্ষার্থী  ই- কাউন্সেলিং এর সাহায্যে নাম নথিভুক্ত করিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1827793) Visitor Counter : 136


Read this release in: Punjabi , English , Urdu , Hindi