স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

চিকিৎসক, নার্স ও আধা চিকিৎসকদের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাইফ সাপোর্ট পাঠক্রমের সূচনা করেছেন ডাঃ ভারতী প্রবীন পাওয়ার

Posted On: 18 MAY 2022 12:28PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  মে, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীন পাওয়ার আজ চিকিৎসক, নার্স ও আধা চিকিৎসকদের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি লাইফ সাপোর্ট পাঠক্রমের সূচনা করেছেন। প্রশিক্ষণ সম্পর্কিত মডিউল বা পদ্ধতির পাশাপাশি এই পাঠক্রমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ পরিকাঠামোর মানোন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। জাতীয় স্তরে এ ধরণের পাঠ্যক্রম শুরু করার উদ্দেশ্যই হল চিকিৎসক, নার্স ও আধা চিকিৎসক যাঁরা হাসপাতাল বা অ্যাম্বুলেন্স পরিষেবায় আপকালীন চিকিৎসার কাজে যুক্ত তাঁদের প্রশিক্ষিত করে তুলতে একটি প্রশিক্ষক দল গঠন করা। 

ডাঃ পাওয়ার বলেন, দেশে স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদারদের বিদেশী মডিউলের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এমনকি আপৎকালীন জীবনদায়ী পরিষেবা সংক্রান্ত পঠন-পাঠন খাতে প্রচুর অর্থও ব্যয় হয়। তাই প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া নীতি এবং আত্মনির্ভর ভারত গঠনের পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল ইমার্জেন্সি লাইফ সাপোর্ট এমন এক আদর্শ পাঠ্যক্রম প্রণয়ন করবে, যা ভারতীয় প্রেক্ষাপটে কার্যকর হয়ে উঠবে। 

কোভিড-১৯ এবং কোভিড বহির্ভূত আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে ডাঃ পাওয়ার বলেন, আপৎকালীন চিকিৎসা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে দক্ষতা বাড়াতে এবং মূল্যবান জীবনহানি কমাতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সুলভে গুণগতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে অগ্রাধিকার দিয়ে এসেছেন। এজন্য বিশ্বমানের কার্যকর পেশাদার মানসিকতার চিকিৎসা পরিষেবা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ন্যাশনাল ইমার্জেন্সি লাইফ সাপোর্ট স্কিল সেন্টার গড়ে তুলতে রাজ্যগুলিকে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান। এই উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, নতুন দিল্লী এইমস-এর ট্রমা সেন্টারের প্রধান অধ্যাপক রাজেশ মালহোত্রা সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

CG/BD/NS



(Release ID: 1826384) Visitor Counter : 116