ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আসাম ও অরুণাচল প্রদেশে কাঠের শিল্পকর্ম তথা ধূপকাঠি শিল্পে খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের বিশেষ অগ্রাধিকার
प्रविष्टि तिथि:
16 MAY 2022 11:23AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মে, ২০২২
আসাম ও অরুণাচল প্রদেশে ১০০ জন মহিলা সহ কমপক্ষে দেড়শো জন প্রশিক্ষিত খাদি শিল্পী খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের (কেভিআইসি) বিভিন্ন স্বনিযুক্তির পেশায় যুক্ত।
কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা অরুণাচল প্রদেশের তাওয়াঙে ৫০ জন শিল্পীকে কাঠের শিল্পকর্মে ব্যবহৃত যন্ত্র এবং আসামের গুয়াহাটিতে ৫০ জন শিল্পীর হাতে ৫০টি ধূপকাঠি তৈরির এবং ৫০টি আচার তৈরির যন্ত্র হাতে তুলে দিয়েছেন।
এই প্রথম কমিশন অরুণাচল প্রদেশে স্থানীয় যুব সম্প্রদায়ের জন্য কাঠের কারুকাজ সংক্রান্ত শিল্পকর্মের কর্মসূচি গ্রহণ করেছে। এধরণের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যই হল তাওয়াঙে স্থানীয় আদিবাসী যুবাদের জন্য নিরন্তর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং রাজ্যে পরম্পরাগত কারুশিল্পের পুনরুজ্জীবন ঘটানো। দারিদ্রসীমার নিচে বসবাসকারী এই শিল্পীদের ২০ দিনের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ পর্ব শেষে শিল্পীদের হাতে প্রয়োজনীয় যন্ত্র তুলে দেওয়া হয়।
শ্রী সাক্সেনা গত শনিবার প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির আওতায় ৫০ জন মহিলা শিল্পীর হাতে ধূপকাঠি বানানোর ৫০টি যন্ত্র বিতরণ করেছেন। স্থানীয় ধূপকাঠি শিল্পকে আরও শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ। আসামে ধূপকাঠি শিল্প কর্মসংস্থানের বড় ভূমিকা পালন করে। কমিশন একটি বাণিজ্যিক সংস্থার সঙ্গেও অংশীদারিত্ব গড়ে তুলেছে। স্থানীয় ধূপকাঠি নির্মাতা এই সংস্থাটি ওই ৫০জন মহিলা শিল্পোদ্যোগীকে কাঁচামাল সরবরাহ করবে এবং উৎপাদিত সমগ্র ধূপকাঠি সংগ্রহ করবে। এজন্য ওই সংস্থাটি ৫০ জন মহিলা শিল্পীকে তাদের পারিশ্রমিক দেবে।
কমিশনের চেয়ারম্যান শ্রী সাক্সেনা বলেছেন, উত্তর পূর্বে খাদি কর্মকান্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের পরিকল্পনা যুক্ত রয়েছে। এই লক্ষ্যে কমিশন উত্তর পূর্বে ধারাবাহিক ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরম্পরাগত কারুশিল্পকে আরও মজবুত করে তুলতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এমনকি, কমিশনের কাঠের কারুকাজ, ধূপকাঠি তৈরি ও আচার তৈরির মত খাদ্য দ্রব্য শিল্পগুলির প্রসার ঘটবে এবং স্থানীয় যুবক যুবতীরা বাড়ির কাছেই কর্মসংস্থানের সুযোগ পাবেন।
উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক সময়ে কমিশন অরুণাচল প্রদেশে দুটি ইরি সিল্ক প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র চালু করেছে। শুধু তাই নয়, কমিশন গত দু-বছরে আসাম ও অরুণাচল প্রদেশে ধূপকাঠি এবং বাঁশের কাঠি উৎপাদনের ৪৩০টির বেশি ইউনিটকে সাহায্য দিয়েছে।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1825848)
आगंतुक पटल : 218