প্রতিরক্ষামন্ত্রক

রাষ্ট্রপতি প্রতিরক্ষা অলঙ্করণ সমারোহের প্রথম পর্বে ৬টি মরনোত্তর সম্মান সহ ১৩টি শৌর্য্যচক্র প্রদান করেছেন


১৪টি পরম বিশিষ্ট সেবা পদক, ৪টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং ২৪টি অতি বিশিষ্ট সেবা পদকও দেওয়া হয়েছে

Posted On: 10 MAY 2022 6:55PM by PIB Kolkata

নতুন দিল্লি১০ই মে২০২২

 

দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়করাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ১০ই মে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা অলঙ্করণ সমারোহের প্রথম পর্বে ৬টি মরনোত্তর সম্মান সহ ১৩টি শৌর্য্যচক্র সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রদান করেছেন।  তাদের শৌর্য্যঅদম্য সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য সাহসিকতার এই পুরস্কার দেওয়া হয়েছে।  

রাষ্ট্রপতি ব্যতিক্রমী সেবা প্রদানের জন্য ১৪জনকে বিশিষ্ট সেবা পদক৪ জনকে উত্তম যুদ্ধ সেবা পদক এবং ২৪ জনকে অতি বিশিষ্ট সেবা পদক দিয়েছেন। পুরস্কার প্রাপকদের নামের তালিকাটি দেখার জন্য   https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/may/doc202251054301.pdf লিঙ্কটি ক্লিক করুন।

 

 CG/CB/SFS



(Release ID: 1824375) Visitor Counter : 102