স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯০ কোটি ৫০ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৬ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১৯ হাজার ৬৩৭ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮৮

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৯ শতাংশ

Posted On: 10 MAY 2022 9:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মে, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৯০ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৭০৬ ছাড়িয়েছে।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ৩ কোটি ৬ লক্ষ ৯৯ হাজার ৩১টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৫,৮৭৬

 

,০০,২৫,৫২৩

 

৪৯,৪৯,৫৯৬

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১৭,৩৬

 

,৭৫,৫৭,২১৮

 

৭৯,৭৯,৪০০

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৬,৯৯,৩১

 

,০২,৪৭,৯২৬

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৭,৭৫,৭৪৯

 

,৩৩,২৬,৩৯৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

৫৫,৬৩,,৫১২

 

৪৮,২৪,৮৭,৬১৯

 

,,৬৮৬

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

২০,৩০,৬৮,৭৬২

 

১৮,৯০,৯১,৫৬৫

 

,৩৫,২৪০

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৯,৭২,৮১৮

 

১১,৭৮,৪১,৯৪৪

 

,৫৭,৮৩,৮০৯

 

 

প্রিকশন ডোজ

,৯৮,৬০,৭৩১

 

মোট

 

,৯০,৫০,৮৬,৭০৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৬৩৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ৬৩ হাজার ৯৪৯।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৮ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৮৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৪ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৭০১।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৯ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৪৭ শতাংশ।


 

CG/SS/SB


(Release ID: 1824147) Visitor Counter : 169