বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
রাজীব চন্দ্রশেখর উত্তর-পূর্বে পাঁচটি এনআইইএলআইটি কেন্দ্রের উদ্বোধন করেছেন
Posted On:
06 MAY 2022 5:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ মে, ২০২২
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, শিল্পোদ্যোগ এবং দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর ডিব্রুগড়, ডিমাপুর, জোড়হাট, পাসিঘাট এবং সেনাপতিতে শিক্ষিত যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য উত্তর-পূর্বে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তির জাতীয় প্রতিষ্ঠান (এনআইইএলআইটি)-এর পাঁচটি কেন্দ্রের উদ্বোধন করেছেন।
উত্তর-পূর্বাঞ্চল সফরের তৃতীয় তথা শেষ দিনে আজ ডিমাপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কেন্দ্রগুলির উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের অন্য উন্নত অঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, কোহিমায় প্রায় সাত মাস আগে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (এসটিপিআই)-তে একজন শিল্পোদ্যোগী ছিলেন। এখন সেখানে একাধিক উদ্যোক্তা জায়গা করে নিয়েছেন। নাগাল্যান্ড উত্তর-পূর্বের ভবিষ্যৎ বলেও উল্লেখ করেন তিনি। সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের কথা স্মরণে রেখে ২০১৪ সালে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া চালু করেছিলেন। এটি এখন তরুণদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ডিজিটাল অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান জীবন এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে প্রযুক্তির উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা গেছে। কোনো দুর্নীতি, কোনো বিলম্ব ছাড়াই প্রতিটি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর সম্ভবপর হয়েছে। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী চন্দ্রশেখর স্টার্ট-আপ এবং উদ্ভাবনী ইকো ব্যবস্থাপনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন ১০০টি ইউনিকর্ন তৈরি করেছে। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি সরাসরি প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত এক বছরে কেন্দ্রীয় সরকার তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিক ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বলে শ্রী চন্দ্রশেখর জানান। ডিজিটাল দক্ষতা এবং ডিজিটাল প্রশিক্ষণের অধিকারী শিক্ষার্থীরা এই নতুন ভারতে চাকরি ও উদ্যোক্তা ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন বলেও তিনি জানান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এখন নতুন ভারতের অর্থ হল নতুন সমৃদ্ধি, নতুন সুযোগ সুবিধা। আগামী দিনে নাগাল্যান্ড, কোহিমা, ডিব্রুগড়, জোড়হাট বা দেশের যে কোনো জায়গায় ইউনিকর্নগুলি স্থান পেতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ভারতের ভবিষ্যৎ হলো প্রযুক্তি নির্ভর। আগামী ১০ বছরে দেশের প্রযুক্তি ক্ষেত্রে আরও উন্নতিসাধন হবে। তাই নাগাল্যান্ড, আসাম বা উত্তর-পূর্বের অন্য কোনো অঞ্চলের যুবরা এই ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবে সামিল হতে পারেন। দেশে এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন করা হচ্ছে। আগামী দিনে এর পরিমান আরও বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
শ্রী রাজীব চন্দ্রশেখর এদিন ডিজিটাল দক্ষতা তৈরি এবং বর্তমান শিল্পের চাহিদা অনুযায়ী প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য এনইসিবি২.০ প্রকল্পের সূচনা করেছেন। এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডিমাপুরের নাগাল্যান্ড টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। তিনি ডিমাপুরে আইআইএসসি ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন।
CG/SS/SKD/
(Release ID: 1823447)
Visitor Counter : 137