বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন ভারত সকলের জন্য সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী টিকা দানে প্রতিশ্রুতিবদ্ধ

Posted On: 06 MAY 2022 3:20PM by PIB Kolkata

নয়াদিল্লী, ০৬  মে, ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ-অভিযোগ, পেনশন, আণবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী  ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন, ভারত সকলের জন্য সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী টিকা দানে প্রতিশ্রুতিবদ্ধ। 

রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে সপ্তম বার্ষিক বহুপাক্ষিক মঞ্চের ভাষণে একথা জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পক্ষপাতশূন্য নীতির পক্ষে দৃঢ়ভাবে সমর্থন করেছে। কোভিড টিকাকরণ, চিকিৎসা ও ওষুধের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লুটিও) ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি রাইটস (টিআরআইপিএস)-এর বিষয়ে দক্ষিণ আফ্রিকা যে প্রস্তাব এনেছে তাকে স্বাগত জানিয়েছে ভারত। তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ভারত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইম্যুনাইজেশন (জিএভিআই), ডাব্লুএইচও এবং অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস (এসইটি)-এর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। 

ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন, বিশ্বব্যাপী কোভিড মোকাবিলায় ডিজিটাল তথ্যপ্রযুক্তির প্রভূত ক্ষমতা রয়েছে। ডিজিটাল ক্ষেত্রে ভারতের শক্তিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার টিকাদান অভিযানগুলিকে আরও ভালোভাবে সংগঠিত করার জন্য দেশের তৈরি কো-উইন অ্যাপকে বিশ্বের অন্য দেশের সঙ্গেও ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, বিশ্ব পর্যায়ে সমস্যাগুলির সমাধান একটি যথোপযুক্ত ইকো-ব্যবস্থাপনা তৈরি করেছে। গত ২ বছরে মহামারীর কারণে উদ্ভূত সমস্যা কাটিয়ে উঠতে বিশ্বব্যাপী প্রয়াসের কথা উল্লেখ করে ডাঃ সিং বলেন, ভারত টিকা ক্ষেত্রে গবেষণায় আন্তর্জাতিক বৈজ্ঞানিক জোটে নেতৃত্বকারী সদস্য দেশ হিসেবে আর্বিভূত হয়েছে। দেশের বিজ্ঞানী ও শক্তিশালী ফার্মাসিউটিক্যাল শিল্পের সহায়তায় ভারত বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক নিরাপদ, কার্যকরী, সাশ্রয়ী মূল্যের টিকা তৈরিতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত প্রয়াস জারি রাখতে হবে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের সহযোগিতা একটি মূল চাবিকাঠি বলেও জানান তিনি। শ্রী সিং বলেন, ভারতে মহামারী পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। কারণ এই দুই ক্ষেত্রের উন্নতিসাধন সম্ভব হয়েছে। গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই বেড়েছে। সরকারি পরিষেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলেও জানান তিনি। 

 

CG/SS/NS



(Release ID: 1823309) Visitor Counter : 87