সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী নীতিন গড়করি মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে ৫৫৬৯ কোটি টাকার সাতটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন

प्रविष्टि तिथि: 24 APR 2022 2:08PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৪ এপ্রিল, ২০২২
 
মহারাষ্ট্রের অন্যতম শিল্প ও শিক্ষা কেন্দ্র ঔরঙ্গাবাদ জেলার সার্বিক উন্নয়নকে এক নতুন মাত্রা দিতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ  ৫৫৬৯ কোটি টাকার সাতটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে শ্রী গড়করি বলেন, ঔরঙ্গাবাদ জেলায় পর্যটন কেন্দ্রের উন্নয়নে শহরের সড়ক পরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন অত্যন্ত জরুরী। তিনি আরও বলেন, এই জাতীয় মহাসড়ক প্রকল্পগুলি পরিবহণের পাশাপাশি ঔরাঙ্গাবাদ জেলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। একই ভাবে ঔরাঙ্গাবাদ শহরে যাতায়াত ব্যবস্থার মানোন্নয়ন হলে তা সড়ক দুর্ঘটনা এবং দূষণ কমাতে সাহায্য করবে। এমনকি, শহরের সঙ্গে জেলার প্রত্যন্ত অঞ্চলগুলির যোগাযোগ আরও সুগম হবে। 
 
ঔরাঙ্গাবাদ জেলায় জল সঙ্কট দূর করতে সড়ক প্রকল্পগুলির মাধ্যমে একাধিক প্রয়াস গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সড়ক নির্মাণের সঙ্গে সঙ্গে অনেক পুকুর বা জলাশয় তৈরি হয়েছে। এই জলাশয় তৈরিতে নিষ্কাশিত  মাটি ও সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে। তিনি জানান, এই প্রয়াসগুলির ফলে ঔরঙ্গাবাদে জল সঙ্কটের পাশাপাশি ভূ-গর্ভস্থ জলের সঞ্চয় বাড়বে। জেলায় এই পুকুরগুলি গড়ে তোলার ফলে জল ধারণ ক্ষমতা ১৪ লক্ষ কিউবিক মিটার হয়েছে।  
 
CG/BD/AS/

(रिलीज़ आईडी: 1819639) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil