স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাস্থ্য ডেটা ম্যানেজমেন্ট (এইচডিএম) নীতির সংশোধিত খসড়া প্রকাশ করেছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ

Posted On: 23 APR 2022 5:17PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩  এপ্রিল, ২০২২
 
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) ২০২০ সালের ডিসেম্বরে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (এবিডিএম) জন্য স্বাস্থ্য ডেটা ম্যানেজমেন্ট (এইচডিএম)এর নীতি তৈরি করে এবং তা প্রকাশ করে। তখন থেকে এনএইচএ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত পেয়েছে এবং জাতীয় স্তরে এবিডিএম কার্যকরী হওয়ার পর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এর ওপর ভিত্তি করে এইচডিএম নীতিতে কয়েকটি সংশোধনের কথা ভাবা হয়। এই সংশোধন সহ খসড়াটি আজ প্রকাশিত হয়েছে। এই সংশোধিত খসড়াটি https://abdm.gov.in/home/Publications  ওয়েবসাইটে ‘পরামর্শ পত্র’-এর আওতায় পাওয়া যাবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে চলতি বছরের আগামী ২১শে মে'র মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে মতামত জানানোর পাশাপাশি বিধিবদ্ধ পোস্ট/ক্যুরিয়ারের মাধ্যমেও মতামত পাঠানো যাবে। মতামত পাঠানোর ঠিকানা হলো- 
 
মুখ্য কার্যকরী আধিকারিক,
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ,
নবম তলা,টাওয়ার-১,
জীবন ভারতী ভবন,
কনট প্লেস,
নতুন দিল্লি-১১০০০১
 
CG/SS/NS

(Release ID: 1819423) Visitor Counter : 215
Read this release in: English , Urdu , Hindi