শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ই-শ্রম পোর্টালে নথিভুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা এনসিএস-এর মাধ্যমে ভাল চাকরির সুযোগ পাচ্ছেন

Posted On: 20 APR 2022 5:27PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২০ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২২-২৩-এর বাজেট ভাষণে অর্থ ব্যবস্থাকে আরও সরল করে তুলতে এবং সকলের জন্য শিল্পোদ্যোগের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে ঋণ সহায়তা, দক্ষতা ও নিয়োগ সম্পর্কিত পরিষেবাগুলিকে আরও কার্যকর করতে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস), ই-শ্রম, উদ্যম এবং অসীম - এই চারটি পোর্টাল সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছিলেন। 
 
অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা অনুযায়ী এনসিএস এবং ই-শ্রম পোর্টালের মধ্যে সংযুক্তিকরণের কাজ সদ্য শেষ হয়েছে। এরফলে, ই-শ্রম পোর্টালে নথিভুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সহজেই ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে যুক্ত হতে পারছেন এবং ভাল কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত ই-শ্রম পোর্টালের ২৬ হাজারের বেশি সুফলভোগী এনসিএস ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং ওই দুই পোর্টালের মধ্যে সংযুক্তিকরণের সুবিধা গ্রহণ করছেন। ই-শ্রম পোর্টালে নথিভুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বিগত কয়েকদিনে আকর্ষণীয় কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে, দক্ষতা এবং কর্মদাতাদের চাহিদা অনুযায়ী ডেস্ক এবং ফিল্ড উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ মিলছে। 
 
ই-শ্রম পোর্টালে নথিভুক্ত অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামের এক মহিলাকর্মী জানিয়েছেন, ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি একটি নামী রাসায়নিক সংস্থায় ডিস্ট্রিক ম্যানেজার হিসেবে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে, কেরালার পালাক্কড থেকে আরও একজন মহিলা সুফলভোগী এর্নাকুলামে একটি মর্যাদাপূর্ণ সফটওয়ার সংস্থায় প্রসেস এক্সিকিউটিভ হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। ই-শ্রম পোর্টালে নথিভুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরণের কাজের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে রয়েছে কোয়ালিটি কন্ট্রোল, অ্যাকাউন্টট্যান্ট, কৃষি আধিকারিক প্রভৃতি। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের সহায়তায় অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এখন নিজেদের এলাকাতেই ভাল কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। 
 
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে সারা দেশে বিভিন্ন এলাকায় শূন্য পদের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজারের বেশি। এই শূন্য পদ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, পাইকারি ও খুচরো ব্যবসা, অসামরিক নির্মাণ কাজ, সরকারি চাকরি প্রভৃতির সঙ্গে যুক্ত। এনসিএস পোর্টালে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি, মহিলা, বাড়ি থেকে কাজ, সরকারি কাজ প্রভৃতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এমনকি, এনসিএস পোর্টালের মাধ্যমে দক্ষতা এবং ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের প্রয়োজনীয় উপকরণ নথিভুক্ত কর্মপ্রার্থীদের বিনামূল্যে দেওয়া হয়। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1818740) Visitor Counter : 84


Read this release in: English , Urdu , Hindi , Tamil