প্রতিরক্ষামন্ত্রক
২০২২ সালে তৃতীয় মার্শাল অফ দ্য এয়ার ফোর্স অর্জন সিং স্মারক হকি প্রতিযোগিতা
Posted On:
14 APR 2022 11:44AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ই এপ্রিল, ২০২২
২০২২ সালে তৃতীয় মার্শাল অফ দ্য এয়ার ফোর্স অর্জন সিং স্মারক হকি প্রতিযোগিতা ১৮ই এপ্রিল চন্ডীগড়ে বেস রিপেয়ার ডিপোতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩শে এপ্রিল পর্যন্ত। এয়ার অফিসার ইনচার্জ (প্রশাসন) প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিমান বাহিনীর প্রধান ২৩শে এপ্রিল এর সমাপ্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন।
দেশ – বিদেশের ১২টি বিখ্যাত দল প্রতিযোগিতায় অংশ নেবে। কানাডা, মালেশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
বিমান বাহিনীর মার্শাল অর্জন সিং হকি খেলায় অত্যন্ত পারদর্শী ছিলেন। যুদ্ধ ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও তিনি অনুপ্রেরণার উৎস। তাঁর জন্ম দিন ১৫ই এপ্রিল। অর্জন সিং –এর জন্ম শতবার্ষিকীতে ২০১৯ সালে দ্বিতীয় হকি টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। সে বছর চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরী বিজয়ী হয়।
CG/CB/SFS
(Release ID: 1816883)
Visitor Counter : 146