প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

২০তম ভারত – ফ্রান্স জয়েন্ট স্টাফ আলোচনা প্যারিসে অনুষ্ঠিত হয়েছে

प्रविष्टि तिथि: 14 APR 2022 10:56AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ই এপ্রিল, ২০২২

 

২০তম ভারত – ফ্রান্স জয়েন্ট স্টাফ আলোচনা প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। ভারতের পক্ষে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ (সামরিক সহযোগিতার সদর দপ্তর) এয়ার ভাইস মার্শাল বি মনিকান্তন এবং ফ্রান্সের পক্ষে সে দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এরিক পেলটিয়ার আলোচনায় পৌরোহিত্য করেন। ১২ ও ১৩ই এপ্রিল অনুষ্ঠিত এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয় নিয়ে মতবিনিময় হয়। ভারত – ফ্রান্স জয়েন্ট স্টাফ আলোচনার মাধ্যমে উভয় দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত মতবিনিময় করা হয়।

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1816881) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Tamil , Urdu