নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আগামীকাল ভুবনেশ্বরে বিভিন্ন রাজ্য সরকার এবং পূর্বাঞ্চলের এসম্পর্কিত সব পক্ষের সঙ্গে আঞ্চলিক বৈঠকে বসবে

Posted On: 12 APR 2022 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২২

 

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আগামীকাল ভুবনেশ্বরে বিভিন্ন রাজ্য সরকার এবং পূর্বাঞ্চলের এসম্পর্কিত সব পক্ষের সঙ্গে আঞ্চলিক বৈঠকে বসবে  এই বৈঠকে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খন্ড ও বিহার অংশ নেবে। সম্প্রতি চালু হওয়া পোষণ ২.০, বাৎসল্য এবং শক্তি – এই তিনটি মিশনের সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার জন্য মন্ত্রক দেশের প্রতিটি প্রান্তে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলির  সঙ্গে আঞ্চলিক বৈঠকে বসছে। এরই অঙ্গ হিসাবে ভুবনেশ্বরে পঞ্চম বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে দোসরা এপ্রিল চন্ডীগড়, ৪ঠা এপ্রিল বেঙ্গালুরু, ১০ই এপ্রিল গুয়াহাটি এবং ১২ই এপ্রিল মুম্বাইয়ে এ ধরনের বৈঠকের আয়োজন করা হয়। মহিলা ও শিশুদের ক্ষমতায়ন ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ‘মিশন পোষণ ২.০’, ‘মিশন শক্তি’ ও ‘মিশন বাৎসল্য’-কে মিশন মোডে বাস্তবায়িত করার অনুমোদন দিয়েছে। এই তিনটি মিশন পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রূপায়িত হবে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রধান উদ্দেশ্য হ’ল – নারী ও শিশুদের জন্য গৃহীত কর্মকাণ্ডের ফাঁকগুলি দূর করা এবং আঞ্চলিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষকে এই মিশনের বিষয়ে আরও সংবেদনশীল করে তোলা।  

 

CG/SS/SB


(Release ID: 1816213) Visitor Counter : 146