কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারতীয় কলা ও বেবি কর্ন কানাডার বাজারে প্রবেশের ছাড়পত্র পেয়েছে

Posted On: 09 APR 2022 11:29AM by PIB Kolkata
নয়াদিল্লী,  ৯ এপ্রিল, ২০২২
 
ভারতের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশন এবং কানাডার মধ্যে ভারতের উৎপাদিত কলা ও বেবি কর্ন কানাডার বাজারে প্রবেশ সংক্রান্ত আলোচনায় সুফল পাওয়া গেছে। ডিএ অ্যান্ড এফডাব্লু-এর সম্পাদক শ্রী মনোজ আহুজা এবং কানাডার হাই কমিশনার মিঃ ক্যামেরন ম্যাকে-র মধ্যে ৭ই এপ্রিল চূড়ান্ত আলোচনার পর ভারতের কলা এবং বেবি কর্ন এই মাস থেকে কানাডার রপ্তানী হওয়া শুরু হবে। কানাডার বাজারে এই দুটি কৃষি পণ্যের প্রবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার ফলে ভারতীয় কৃষকরা উপকৃত হবেন এবং রপ্তানী বাবদ ভারতের আয় বাড়বে।
 
 
CG/CB/NS


(Release ID: 1815315) Visitor Counter : 131