অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ‘অবসর’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কারিগর এবং পণ্যের বিষয়ে প্রচারের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিমানবন্দরে জায়গা দিয়েছে
प्रविष्टि तिथि:
08 APR 2022 2:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
মহিলা, শিল্পী, কারিগরদের প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাদের সঠিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অঞ্চলের নিজস্ব পণ্য বিক্রি/ প্রদর্শনের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিমানবন্দরে স্থান বরাদ্দ করার উদ্যোগ নিয়েছে।
‘অবসর’ প্রকল্পের আওতায় ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। আত্মনির্ভরতার জন্য স্বনির্ভর গোষ্ঠীর পরিবারগুলিকে সাবলম্বি করে তুলতে সাহায্য করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পরিচালিত প্রতিটি বিমানবন্দরে ১০০ থেকে ২০০ বর্গফুট এলাকা নির্ধারণ করা হয়েছে। চেন্নাই, আগরতলা, দেরাদুন, কুশিনগর, উদয়পুর এবং অমৃতসর বিমানবন্দরে ইতিমধ্যেই কয়েকটি আউটলেট চালু করা হয়েছে। সেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি প্যাকেট জাত পাপড়, আচার, মহিলাদের ব্যাগ, ঐতিহ্যবাহী কারুকাজ, সমসাময়িক নকশা সহ দেশীয় বুননশৈলী তুলে ধরা হয়েছে।
এছাড়াও রাঁচি, কলকাতা, বারাণসী, ইন্দোর, ভোপাল, শিলচর, ডিব্রুগড়, সুরাট, ভুবনেশ্বর সহ অন্য জায়গায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নির্দিষ্ট স্থান বরাদ্দের জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে কথা চলছে। স্বনির্ভর গোষ্ঠী হল দেশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যা ক্ষুদ্র ও গ্রামীণ মানুষের জীবিকা থেকে অর্থ উপার্জনের মাধ্যমে স্বনির্ভর হয়ে ওঠার পথ দেখিয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তোলার জন্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1815221)
आगंतुक पटल : 245