উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভৌগোলিক সূচক

Posted On: 07 APR 2022 3:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ এপ্রিল, ২০২২
 
এখনও পর্যন্ত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের হুইসলিং গ্রাম (কংথং)-কে ভৌগোলিক সূচক হিসেবে সুপারিশ করার কোনো প্রস্তাব আসেনি। 
 
চলতি বছরের চৌঠা এপ্রিল পর্যন্ত ভৌগোলিক সূচক নিবন্ধীকরণ কার্যালয়ে উত্তর-পূর্বাঞ্চল থেকে ৩৫টি ভৌগোলিক সূচককে নথিভুক্ত করা হয়েছে। 
 
মেঘালয় থেকে এপর্যন্ত মেমং নারাং এবং খাসি ম্যান্ডারিন, ভৌগোলিক সূচক হিসেবে নথিভুক্ত হয়েছে।
 
এছাড়া আর কোনো প্রস্তাব এখন বিবেচনাধীন নেই।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/SKD/

(Release ID: 1814799)
Read this release in: English , Urdu , Manipuri , Tamil