স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উন্নয়ন

Posted On: 06 APR 2022 4:35PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৬ এপ্রিল,  ২০২২

 

কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যোগাযোগ ব্যবস্থা, স্বচ্ছতা ও সবুজ শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, পর্যটন, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে । এরফলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পর্যটন এবং অন্যান্য আর্থিক কর্মকাণ্ডের উন্নতি, অসামরিক বিমান চলাচল ও পরিকাঠামোর উন্নতি, স্বচ্ছতা ও সবুজ শক্তির বিষয়ে প্রচার এবং ‘সম্পদের অপচয় রোধ’ সম্ভব হয়েছে । আত্মনির্ভর ভারতের আওতায় যে উদ্যোগগুলি গৃহীত হয়েছে, তাতে উপভোক্তাদের কাছে আরও ভালো পরিষেবা পৌঁছে যাচ্ছে এবং বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে কর্মক্ষমতা ও আর্থিক সক্ষমতার উন্নতিসাধন হয়েছে । 

কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি/উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি করা হয়েছে । 

কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সুশাসন এবং উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা ও আর্থিক সমৃদ্ধির নতুন চালিকাশক্তি তৈরি করা । 

দ্বীপ প্রধান কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যটনের ক্ষেত্রে  বিশ্ব পর্যায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বাস্থ্য ও শিক্ষাগত ক্ষেত্রে পূর্ণমাত্রা অর্জন, মান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবায় সর্বজনীন সুবিধা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সাধন, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবুজ শক্তির বিষয়ে উৎসাহদান ইত্যাদি বিষয়ে  নানা পরিকল্পনা নেওয়া হয়েছে । এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে । 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

 

CG/SS/RAB



(Release ID: 1814322) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Tamil