ভূ-বিজ্ঞানমন্ত্রক
বজ্রপাতে মৃত্যু
Posted On:
06 APR 2022 12:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২২
ভূ-বিজ্ঞান মন্ত্রক আবহাওয়া দপ্তরের মাধ্যমে বজ্রপাত সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কবার্তা দিয়ে থাকে। মূলত, পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস দেওয়া হয়। ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বশাসিত সংস্থা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ট্রপিকাল মেটেরোলজি (আইআইটিএম) দেশের ৮৩টি জায়গায় বজ্রপাত শনাক্তকরণের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে।
আইআইটিএম এই ব্যবস্থাপনায় যেখানে বজ্রপাত হয়েছে, সেই জায়গাটিকে শনাক্ত করতে পারে। এরপর, প্রাপ্ত তথ্য আবহাওয়া দপ্তর ও রাজ্য সরকারগুলির কাছে পাঠানো হয়। আবহাওয়া দপ্তর এ ধরনের পূর্বভাস ও সতর্কবার্তাগুলি হাওয়া অফিসের আঞ্চলিক কেন্দ্রগুলিতে পাঠিয়ে দেয়। সেখান থেকে রাজ্যস্তরে এই তথ্যগুলি পাঠানো হয়। ২০২০ সালে আইআইটিএম দামিনী বজ্রপাত অ্যাপ তৈরি করে। এই অ্যাপ বজ্রপাত সংক্রান্ত সমস্ত পরিস্থিতির উপর নজরদারি চালায়। যে অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা আছে, সেই এলাকা থেকে ২০-৪০ কিলোমিটার ব্যসার্ধের মধ্যে যাঁরা থাকেন, তাঁদের অ্যাপের মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়। এখনও পর্যন্ত ভারতে ৫ লক্ষ দামিনী অ্যাপ ডাউনলোড করা হয়েছে। এর পাশাপাশি, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত সম্বন্ধে একটি নীতি-নির্দেশিকা প্রকাশ করেছে। ২০১৮-১৯ সালে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সংস্থা সাধারণ মানুষের করণীয় বিষয়গুলি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।
এছাড়াও, এনডিএমএ বজ্রপাতের সময় কি কি করা উচিৎ, সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছে। আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে এ বিষয়ে নিয়মিত প্রচার চালাচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন ভূ-বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
CG/CB/SB
(Release ID: 1814181)
Visitor Counter : 137