বিদ্যুৎমন্ত্রক
দেশে বিদ্যুৎ পরিবহণে ক্ষেত্রের জন্য বিপুল বিনিয়োগ ও সংস্কার
Posted On:
05 APR 2022 4:44PM by PIB Kolkata
নতুন দিল্লী, ০৫ এপ্রিল, ২০২২
দেশে আন্তঃরাজ্য বিদ্যুৎ পরিবহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে যথেষ্ট বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। সমস্ত আঞ্চলিক গ্রিড এবং ইনার স্টেট ট্রান্সমিশন সিস্টেমে বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা বাড়ানো হয়েছে, যাতে ‘এক দেশ – এক গ্রিড – এক তরঙ্গ’ ব্যবস্থাকে বাস্তবায়িত করা যায়। বর্তমানে জাতীয় গ্রিডের সাহায্যে ১ লক্ষ ১২ হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহণ করা হচ্ছে। ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্র বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এবিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813729
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী আর কে সিং।
CG/CB/ SKD/
(Release ID: 1813950)
Visitor Counter : 115