সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রবীন নাগরিক ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা
प्रविष्टि तिथि:
05 APR 2022 4:45PM by PIB Kolkata
নতুন দিল্লী, ০৫ এপ্রিল, ২০২২
প্রবীণ নাগরিক এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা যাতে জনপরিবহণে সহজেই ওঠানামা করতে পারেন তার জন্য কেন্দ্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট নাগরিকদের হুইল চেয়ারে চলাচল করতে যাতে সুবিধে হয় তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে।
রেল মন্ত্রক ইএমইউ লোকাল ট্রেনে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটি কামরা নির্দিষ্ট করেছে। এই কামরার দরজার আকৃতি এমনভাবে করা হয়েছে, যাতে হুইল চেয়ার সহজেই ঢোকানো যায়। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে যেসব কামরা তৈরি করা হচ্ছে সেখানে দ্বিতীয় শ্রেণীর পণ্য বহনকারী কামরাটিতে রেলের গার্ডের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি ভিন্নভাবে সক্ষমদের ব্যবহারের উপযোগী ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ভারতীয় রেলে ৩৫১৯টি এই ধরণের কামরায় ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা সহজেই যাতায়াত করতে পারেন। এছাড়াও ৪৮৫টি এলএইচবি কামরাকে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ব্যবহারের উপযোগী কামরা হিসেবে গড়ে তোলা হয়েছে। এইসব কামরায় ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা যাতে সহজেই শৌচাগার ব্যবহার করতকে পারে তার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। দৃষ্টিবঞ্চিত যাত্রীদের জন্য স্পর্শ বর্ণমালা বা ব্রেইল হরফে বিভিন্ন তথ্য ট্রেনের কামরায় দেওয়া হচ্ছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ভিন্নভাবে সক্ষমদের যাতায়াতের সুবিধের জন্য কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস নিয়মাবলীতে কিছু পরিবর্তন এনেছে। ক্র্যাচ, ওয়াকার বা কেনস্টিক নিয়ে যারা চলাচল করেন তাদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করার পাশাপাশি হুইল চেয়ারে যাতে সহজেই যানবাহনে ওঠা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুগম্য ভারত অভিযানের আওতায় ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ণ দপ্তর বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনাসে তারা যাতে সহজেই চলাচল করতে পারেন সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য অপেক্ষাকৃত কম উচ্চতার কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ডিসপ্লে বোর্ডে যেসব তথ্য পরিবেশন করা হয়, সেগুলি যাতে দৃষ্টিবঞ্চিতরা জানতে পারেন তার জন্য বিশেষ ঘোষণার ব্যবস্থা করা হয়েছে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিমানযাত্রীদের বাধাহীনভাবে চলাচল নিশ্চিত করতে সবধরণের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেছে। ২০১৮-১৯ অর্থবর্ষে অসামরিক বিমানচলাচল মন্ত্রককে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ড থেকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক ৯৭ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছে। এই অর্থে ৮টি বিমানবন্দরে ৩০টি বিদ্যুৎচালিত গল্ফকার্ড-এর ব্যবস্থা করা হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক।
CG/CB/ SKD/
(रिलीज़ आईडी: 1813942)
आगंतुक पटल : 156