মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে 'বীরসা মুন্ডা - জনজাতীয় নায়ক' বই প্রকাশ করেছেন

प्रविष्टि तिथि: 05 APR 2022 5:57PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৫ এপ্রিল, ২০২২

 

কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে 'বীরসা মুন্ডা - জনজাতীয় নায়ক' বইটি প্রকাশ করেছেন। বিলাসপুরে ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অলোক চক্রওয়াল বইটির রচয়িতা। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী উপস্থিত ছিলেন। 

এই উপলক্ষে শ্রী প্রধান বলেন, ভগবান বীরসা মুন্ডার সংগ্রাম এবং স্বাধীনতা আন্দোলনে বনবাসী মানুষের ভূমিকা তুলে ধরার চেষ্টা হয়েছে বইটিতে। স্বাধীনতা সংগ্রামের অখ্যাত বীর যোদ্ধাদের কাহিনী জনসমক্ষে তুলে ধরার জন্য শ্রী প্রধান অধ্যাপক চক্রওয়ালের প্রচেষ্টার প্রশংসা করেন। মন্ত্রী আরও বলেন, এধরণের প্রয়াস সাধারণ মানুষকে অখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন জানা-অজানা কাহিনী জনসমক্ষে তুলে ধরতে প্রেরণা যোগাবে। 

 

CG/BD/AS/


(रिलीज़ आईडी: 1813939) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Punjabi