প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সংগ্রহ করার নতুন নীতি

Posted On: 04 APR 2022 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪  এপ্রিল, ২০২২
 
সামরিক বাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক ২০২০ সালে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করার পর  প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করার নীতি ঘোষিত হয়। এই নীতির মাধ্যমে আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করতে সুবিধা হবে।     
 
২০২০ সালের পয়লা অক্টোবর থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র সংগ্রহ করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকার অন্তর্ভুক্ত কোনো সামগ্রী বিদেশ থেকে আমদানি করা যাবেনা, দেশে উৎপাদিত পণ্য কিনতে হবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং ছোট জাহাজ শিল্পের থেকে সরঞ্জাম সংগ্রহের জন্য প্রতি বছর ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২০ সালের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সফল করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য বিদেশ থেকে যেসব সামগ্রী আমদানি করা হবে সেগুলি আমদানি করার আগে প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। ভারতীয় সংস্থাগুলির আর্থিক সমস্যা সমাধানের জন্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইন্টিগ্রিটি প্যাক্ট ব্যাঙ্ক গ্যারান্টি (আইপিবিজি)-এর সূচনা করা হয়েছে। এর আওতায় অগ্রিম অর্থ জমা দিয়ে প্রয়োজনিয় আর্থিক সাহায্য পাওয়া যাবে। তবে ১০০ কোটি টাকা পর্যন্ত কোনো প্রকল্পের ক্ষেত্রে অগ্রিম অর্থ জমা দিতে হবেনা। এরফলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলি উপকৃত হবে।   
 
রাজ্যসভায় আজ শ্রী ইরান্না কাড়াড়ি-র এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।
 
 
CG/CB/NS

(Release ID: 1813425)
Read this release in: English , Urdu