আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

শহরাঞ্চলীয় দরিদ্র মানুষের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সহায়তা দিয়ে আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্যোগে সহায়তা

Posted On: 04 APR 2022 3:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২২

 

ভূমি ও কলোনী সম্পর্কিত বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত। তাই, শহরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য গৃহ নির্মাণ সম্পর্কিত কর্মসূচিগুলি সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল রূপায়ণ করছে। অবশ্য, কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক সমস্ত যোগ্য পরিবার/সুফলভোগীদের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল কর্মসূচির আওতায় ২০১৫’র জুন মাস থেকে কেন্দ্রীয় সহায়তা দিয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রয়াসে সাহায্য করে আসছে। যোগ্য সুফলভোগীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল কর্মসূচির যে কোনও একটি সুবিধা গ্রহণ করতে পারবে। এর মধ্যে রয়েছে – সুফলভোগী পরিচালিত গৃহ নির্মাণ, অংশীদারিত্বে সুলভ আবাসন, বস্তি এলাকার পুনরুন্নয়ন এবং ঋণ সংযুক্ত ভর্তুকি কর্মসূচি।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান আবাসন ও শহরাঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর। তিনি আরও জানান, এনএসএসওএ ৬৯তম সমীক্ষা অনুযায়ী, ২০১২’র জুলাই থেকে সে বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে বস্তি এলাকার সংখ্যা ছিল ৩ হাজার ৯৫৭টি এবং ২০১১’র জনগণনা অনুযায়ী, রাজ্যে বস্তিবাসী মানুষের সংখ্যা ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৯৪। প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলীয় কর্মসূচির আওতায় গত তিন বছরে পশ্চিমবঙ্গে অনুমোদিত গৃহ নির্মাণের সংখ্যা এবং তহবিল বরাদ্দের পরিমাণ যথাক্রমে ৩ লক্ষ ৪১ হাজার ২৬৩ এবং ৩ হাজার ৮৩১ কোটি ১৬ লক্ষ টাকা। 

 

CG/BD/SB


(Release ID: 1813314) Visitor Counter : 111
Read this release in: English , Urdu , Manipuri