শিল্পওবাণিজ্যমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বল্প সময়ে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি (ইসিটিএ) দুই দেশের মধ্যে পারস্পরিক গভীর আস্থাকে প্রতিফলিত করে

Posted On: 02 APR 2022 12:48PM by PIB Kolkata
নতুন দিল্লি,২ এপ্রিল, ২০২২
 
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের উপস্থিতে কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন, বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং অস্ট্রেলিয়া সরকারের বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রী মি: ড্যান তেহান ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি ("ইন্ডাস ইসিটিএ") স্বাক্ষর করেছেন।
 
এই চুক্তি স্বাক্ষরের পর ভাষণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে,  এত অল্প সময়ে স্বাক্ষরিত 'ইন্ডাস ইসিটিএ' চুক্তি দুই দেশের মধ্যে পারস্পরিক গভীর আস্থাকে প্রতিফলিত করে। শ্রী মোদী একে অপরের চাহিদা পূরণের জন্য দুই দেশের অর্থনীতির মধ্যে বর্তমান সম্ভাবনার কথা তুলে ধরেন। এই চুক্তির ফলে দুই দেশে সুযোগ-সুবিধাগুলি সম্পূর্ণরূপে কাজে লাগানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন ,"এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক সন্ধিক্ষণ মুহূর্ত"।  প্রধানমন্ত্রী জানান, "এই চুক্তির ভিত্তিতে,আমরা একসঙ্গে সরবরাহ শৃঙ্খলে স্থিতিস্থাপকতা বাড়াতে এবং ভারত - প্রশান্ত  মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীল অবদান রাখতে সক্ষম হব।"
 
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কের মূল স্তম্ভ হিসাবে 'মানুষের সঙ্গে মানুষের' সম্পর্ককে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, "এই চুক্তি আমাদের মধ্যে ছাত্র, পেশাদার কর্মী এবং পর্যটকদের আদান-প্রদানকে সহজ করবে, যা এই সম্পর্কগুলিকে আরও মজবুত করে তুলবে।"
 
চুক্তি স্বাক্ষরের  পর মি: ড্যান তেহানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন শ্রী গোয়েল।কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'অস্ট্রেলিয়া-ভারত ইসিটিএ' সত্যিই দুই দেশের একতা (ঐক্য) এবং সহযোগিতা ক্ষেত্রে এক চেতনার প্রতীক।এই চুক্তি স্বাক্ষরকে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেন তিনি। আগামীদিনি  অস্ট্রেলিয়া সফরে যাবেন বলেও উল্লেখ করেন শ্রী গোয়েল।
 
CG/SS


(Release ID: 1812812) Visitor Counter : 150