সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

সার ক্ষেত্রে সংস্কার

Posted On: 01 APR 2022 3:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২২
 
সরকার ইউরিয়া ক্ষেত্রে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং এই ক্ষেত্রটিতে আত্মনির্ভর হয়ে উঠতে ২০১৩-র ২ জানুয়ারি নতুন বিনিয়োগ নীতির কথা ঘোষণা করে। পরে, ২০১৪-র ৭ অক্টোবর এই নীতি সংশোধন করা হয়। জাতীয় বিনিয়োগ নীতির মাধ্যমে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, রামাগুন্ডম ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড এবং হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড পশ্চিমবঙ্গের পানাগড়ে, রাজস্থানের গাদেপানে, তেলেঙ্গানার রামগুন্ডামে এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বার্ষিক ১২.৭ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট গড়ে তুলেছে। এছাড়াও, ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ইন্ডিয়া লিমিটেডের বন্ধ হয়ে যাওয়া একটি ইউনিটের পুনরুজ্জীবন ঘটানো হয়েছে। 
 
ভারত সরকার ২০১৫-তে নতুন ইউরিয়া নীতি ঘোষণা করে। দেশে ২৫টি গ্যাস-ভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্রের ক্ষমতা বাড়াতে এই নীতি ঘোষণা করা হয়। নতুন নীতি কার্যকর হওয়ার পর ২০১৪-১৫-র তুলনায় দেশে গ্যাস-ভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলিতে বার্ষিক উৎপাদন পরিমাণ ২০-২৫ লক্ষ টন পর্যন্ত বেড়েছে। 
 
লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা।
 
CG/BD/DM/

(Release ID: 1812676) Visitor Counter : 158


Read this release in: English , Urdu