রেলমন্ত্রক

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর অসাধারণ সাফল্য


২০২১-২২ আর্থিক বছরে রেকর্ড পরিমাণ ৪৮৬টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ

এটিই একটি আর্থিক বছরে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর সর্বকালের সেরা উৎপাদন কর্মক্ষমতা

Posted On: 01 APR 2022 2:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২২

 

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডাব্লুউ) ২০২১-২২ আর্থিক বছরে রেকর্ড পরিমাণ ৪৮৬টি রেল ইঞ্জিন তৈরি করে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। রেলবোর্ড চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-কে ৪৮৫টি রেল ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা দিয়েছিল। তার থেকে একটি বেশি তৈরি করা হয়েছে। রেলবোর্ডের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী শ্রী ভি কে ত্রিপাঠী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সবুজ পতাকা নাড়িয়ে এই ৪৮৬ তম রেল ইঞ্জিনটির যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন এবং এটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন। ৩১শে মার্চ ২০২২-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর জেনারেল ম্যানেজার শ্রী সতীশ কুমার কাশ্যপ। মাত্র ২৮৩টি কাজের দিনে এই রেল ইঞ্জিন তৈরি করা হয়েছে। একটি আর্থিক বছরে এটাই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর সর্বকালের সেরা উৎপাদন কর্মক্ষমতা। 

শ্রী ভি কে ত্রিপাঠী এই অসামান্য সাফল্যের জন্য ‘টিম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস’-কে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এই দল আরও অনেক মাইলফলক অর্জন করবে বলে আশা প্রকাশ করেন। শ্রী এস কে কাশ্যপ তার সংক্ষিপ্ত বক্তৃতায় এই সাফল্যের জন্য কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানান। 

উন্নত সরবরাহশৃঙ্খল ব্যবস্থাপনা এবং কর্মী ও আধিকারিকদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ধারাবাহিকভাবে মাসে ৪০টির বেশি রেল ইঞ্জিন তৈরি করে আসছে।

 

CG/SD/SKD/



(Release ID: 1812463) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Hindi