স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ড্রাগ রেজিস্ট্রি সম্পর্কিত পরামর্শপত্রের জন্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সকলের কাছ থেকে মতামত আহ্বান করেছে

Posted On: 31 MAR 2022 1:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) ড্রাগ রেজিস্ট্রি সম্পর্কিত একটি পরামর্শপত্র প্রকাশ করেছে। উচ্চাকাঙ্ক্ষী ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর আওতায় পরিকল্পিত ড্রাগ রেজিস্ট্রি এমন একটি আপ-টু-ডেট, একক ও জাতীয় স্তরের তথ্য ব্যবস্থা, যেখানে ভারতীয় বাজারে সহজলভ্য এমন যাবতীয় ওষুধপত্রের বিবরণ থাকবে। প্রস্তাবিত এই ড্রাগ রেজিস্ট্রি ‘ওপেন সোর্স টেকনলজি’ ব্যবহার করে গড়ে তোলা হবে এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে এই ব্যবস্থা সমন্বয় গড়ে তুলবে।

জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় কেবল ড্রাগ রেজিস্ট্রি সম্পর্কিত বিষয়ের ওপর এই পরামর্শপত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় স্তরে এই ড্রাগ রেজিস্ট্রি ব্যবস্থা চালু হলে সংশ্লিষ্ট সব পক্ষই লাভবান হবে। ড্রাগ রেজিস্ট্রি সম্পর্কিত প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছে যে সম্পর্কে সব পক্ষের মতামত জানতে চাওয়া হচ্ছে। জনসাধারণের কাছ থেকে ড্রাগ রেজিস্ট্রি সম্পর্কে মতামত জানার উদ্দেশ্যই হল সহযোগিতা ও পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতেই এ ধরনের রেজিস্ট্রি প্রণয়ন ও তা প্রস্তুত করা। 

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কার্যনির্বাহী আধিকারিক ডা. আর এস শর্মা এই পরামর্শপত্র সম্পর্কে বলেছেন, ওষুধপত্রের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় এই রেজিস্ট্রি আরও বেশি স্বচ্ছতা ও সমগ্র ব্যবস্থা পরিচালনায় দক্ষতা বাড়াবে। এই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পরামর্শপত্র সম্পর্কে নিজেদের মূল্যবান মতামত জানানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী ১৯শে এপ্রিল এই পরামর্শপত্রটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে সংশ্লিষ্ট সকল পক্ষকে জানানোর জন্য একটি ওয়েবিনার আয়োজন করছে। পরামর্শপত্রের যাবতীয় বিবরণ https://abdm.gov.in/ ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আগ্রহী যে কেউ উক্ত ওয়েবসাইটে গিয়ে আগামী পয়লা মে পর্যন্ত মতামত বা পরামর্শ জানাতে পারেন। এছাড়া, ই-মেল মারফৎ ড্রাগ রেজিস্ট্রি পরামর্শপত্র সম্পর্কে মতামত দেওয়া যাবে। ই-মেল ঠিকানা - abdm@nha.gov.in

উল্লেখ করা যেতে পারে, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সংস্থা, যা বিভিন্ন মন্ত্রক / দপ্তর, রাজ্য সরকার, বেসরকারি সংস্থা / নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতায় আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন রূপায়ণ করছে।

 

CG/BD/DM/



(Release ID: 1812001) Visitor Counter : 118


Read this release in: English , Urdu , Hindi , Tamil