সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ফ্লেক্স-ফুয়েল ব্যবহারকারী যানবাহন
Posted On:
31 MAR 2022 12:57PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩১ মার্চ, ২০২২
ভারী শিল্প মন্ত্রক গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ নির্মাণের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পে ফ্লেক্স-ফুয়েল ব্যবহারকারী যানবাহনের যন্ত্রাংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে যন্ত্রাংশগুলিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল :
১. বিএস৬ মানের ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলি ‘ইথানল ৮৫’ জ্বালানী ব্যবহার করতে পারে।
২. ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের ব্যবহার করা হয়, এক ধরণের রেল, যা উত্তপ্ত জ্বালানীর সংস্পর্শে থাকে
৩. ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের জন্য সেইসমস্ত উপাদান যেগুলি গাড়ি চলার সময় গরম হয়ে যায়।
৪. ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের জন্য উষ্ণতা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা
৫. ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের জন্য বৈদ্যুতিন পদ্ধতিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা
৬. ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের জন্য ইথানল সেন্সার
ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের গাড়ি পেট্রোল ও ইথানলের মিশ্রণ অথবা শুধু পেট্রোলের সাহায্য চলতে পারে। ফ্লেক্স-ফুয়েল অথবা ই-১০০ যানবাহনের বিষয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০১৬র ১২ই জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মন্ত্রক ওই বছর ১৬ই সেপ্টেম্বর হাইড্রোজেনকে গাড়ির জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে সিএনজি-র সঙ্গে ১৮ শতাংশ হাইড্রোজেন মিশিয়ে গাড়ি চালানো যাবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি।
CG/CB/NS
(Release ID: 1811988)