সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদ বিহীন চিকিৎসা

Posted On: 31 MAR 2022 12:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) সোনালী চতুর্ভুজের দিল্লি – মুম্বাই/মুম্বাই – চেন্নাই/চেন্নাই-কলকাতা/কলকাতা – আগ্রা এবং আগ্রা – দিল্লি করিডরগুলির মধ্যে চিহ্নিত জাতীয় সড়কগুলিতে কোনো গাড়ির চালক, যাত্রী, পথচারী/সাইকেল চালক সড়ক দুর্ঘটনার শিকার হলে তাঁর নগদবিহীন চিকিৎসার পরিকল্পনা করেছে। কন্ট্রোল রুমে নথিভুক্তি অনুযায়ী, দুর্ঘটনা-স্থলে অ্যাম্বুলেন্স পৌঁছনোর সময় থেকে শুরু করে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির  দ্রুত হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে ,সেই হাসপাতালে ভর্তির প্রথম ৪৮ ঘণ্টা বা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া পর্যন্ত ক্ষেত্রে ৩০ হাজার টাকা খরচ দেওয়া হবে। নিলাম প্রক্রিয়ার সমাপ্তি ও নির্বাচিত বীমা সংস্থাগুলির সুবিধা চালু করার পরেই এই প্রকল্পের সাফল্য মূল্যায়ন করা যেতে পারে। সোনালী চতুর্ভুজের আওতায় এই চারটি সড়কে নগদহীন চিকিৎসার সুবিধা চালু করার জন্য বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ(আইআরডিএআই) - তে নিবন্ধিত বীমা সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে প্রকল্প বাস্তবায়ন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে অন্যান্য জাতীয় সড়কেও এটি চালু করা হতে পারে। 

লোকসভায় আজ লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। 

 

CG/SS/SB


(Release ID: 1811960)
Read this release in: English , Marathi , Gujarati , Tamil