রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল পদ্ধতিতে জমির তথ্য সংরক্ষণ

Posted On: 30 MAR 2022 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২

 

রেল, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম (টিএমএস) পোর্টালে জমি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি মডিউল তৈরি করেছে। এখানে রেলের জমি সংক্রান্ত তথ্য রাখা আছে। এই মডিউলে রেলের কত জমি আছে, সেই জমির মধ্যে কতটা জমি ব্যবহার করা হচ্ছে এবং কোন কোন জমি ব্যবহারের জন্য পরিকল্পনার অনুমোদন পেয়েছে সে সংক্রান্ত তথ্য রয়েছে। ইতিমধ্যেই টিএমএস পোর্টালে ৯৫ শতাংশ জমির তথ্য আপলোড করা আছে। রেল বিভিন্ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে। এছাড়াও, আগামীদিনে রেলের সমস্ত সম্পত্তির তথ্য আইআর-জিও পোর্টালে রাখার পরিকল্পনা করা হয়েছে। এই পোর্টালে কত জমি আছে, তার মধ্যে কত জায়গায় বাড়ি তৈরি হয়েছে এবং রেলের জমি কতটা জবরদখল হয়েছে সে সংক্রান্ত তথ্য  দেওয়া থাকবে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন রেল, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

 

CG/CB/DM/


(Release ID: 1811707)
Read this release in: English , Urdu