অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় ভূমি নগদীকরণ নিগম স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে


এই নিগম কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অন্যান্য সরকারি এজেন্সি উদ্বৃত্ত জমি ও ভবন নগদীকরণের কাজ করবে

Posted On: 29 MAR 2022 7:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৯ই মার্চ জাতীয় ভূমি নগদীকরণ নিগম (এনএলএমসি) স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। সম্পূর্ণ সরকারি মালিকানাধীন সংস্থা হিসাবে ৫ হাজার কোটি টাকার স্বীকৃত শেয়ার মূলধন এবং ১৫০ কোটি টাকার অধিগৃহীত শেয়ার মূলধন নিয়ে এই নিগম গড়ে তোলা হবে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী ডাঃ ভগবত কৃষ্ণরাও করড। 
 
তিনি আরও জানান, এই নিগম কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অন্যান্য সরকারি এজেন্সির এক্তিয়ারে থাকা উদ্বৃত্ত জমি ও ভবন নগদীকরণের কাজ করবে। ২০২১-২২ এর বাজেট ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিগম বিভিন্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ও এজেন্সির উদ্বৃত্ত জমি ও গৌণ সম্পদগুলি পেশাদারি মনোভাব নিয়ে নগদীকরণে কাজ করবে। সংযুক্তিকরণ সম্পূর্ণ হওয়া সংস্থাগুলির এক্তিয়ারে থাকা অতিরিক্ত জমি নগদীকরণে এই নিগম প্রয়োজনীয় পরামর্শ দেবে। একইভাবে, বিভিন্ন সরকারি দপ্তর, বিধিবদ্ধ সংস্থা/কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও সমবায় সমিতিগুলিকেও উদ্বৃত্ত জমি এবং গৌণ সম্পদের নগদীকরণে সাহায্য করবে। তিনি আরও জানান, এই নিগম পরিচালনার দায়িত্ব পালন করবে পরিচালন পর্ষদ। এই পর্ষদে সংশ্লিষ্ট ক্ষেত্র, যেমন – আবাসন, ব্যাঙ্কিং, নির্মাণ, আইন ক্ষেত্র থেকে উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ও পেশাদাররা থাকবেন। পর্ষদের চেয়ারম্যান হিসাবে একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হবে। অর্থ মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত উদ্যোগ দপ্তর নিগম গঠনের কাজ শুরু করেছে। 
 
CG/BD/SB

(Release ID: 1811389) Visitor Counter : 132


Read this release in: English , Urdu