স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে ব্লাড ব্যাঙ্ক

Posted On: 29 MAR 2022 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৯ মার্চ, ২০২২

                               

দেশে বর্তমানে ৩ হাজার ৮৪০টি লাইসেন্স যুক্ত ব্লাড ব্যাঙ্ক রয়েছে। রক্ত সংগ্রহের জন্য সরকার ‘হাব ও স্পোক’ নীতি গ্রহণে উৎসাহী। এই নীতি অনুযায়ী হাবে রক্ত সংগ্রহ করে তার প্রক্রিয়াকরণ করা হবে। এরপর সেই রক্ত স্পোকের মাধ্যমে ছোটো ছোটো ব্লাড ব্যাঙ্কগুলিতে পাঠানো হবে। কোনো অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর ভিত্তি করে সেখানকার ব্লাড ব্যাঙ্কের চাহিদা নির্ধারিত হয়। তবে রক্ত মজুত রাখার জন্য প্রত্যন্ত অঞ্চলেও ব্যবস্থা গড়ে তোলা যায়। ওই কেন্দ্রগুলিতে আপৎকালীন পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটানো হয়।

কেন্দ্র জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সহায়তা করছে। এক্ষেত্রে বর্তমান ব্লাড ব্যাঙ্কগুলির মানোন্নয়ন এবং নতুন ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে ১১৩১টি ব্লাড ব্যাঙ্ক রক্তদান শিবিরের জন্য ব্লাড ব্যাগ, পরীক্ষার কিট সরবরাহ করে থাকে। এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে  রক্ত সংগ্রহ করার জন্য ভ্রাম্যমান ভ্যান দেওয়া হয়েছে।

সরকারি বিভিন্ন দপ্তর, ইন্ডিয়ান রেডক্রস সোস্যাইটি, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা রক্তদানের প্রয়োজনীয়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছে। স্বেচ্ছায় রক্তদান দিবসের মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্ষেত্রে নেহরু যুবকেন্দ্র সংগঠন, এনএসএস এবং রেড রিবন ক্লাবের মাধ্যমে যুবক-যুবতীদের রক্তদানে উৎসাহী করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যদি রক্তদান করেন তাহলে তাদের জন্য বছরে ৪টি স্পেশাল ক্যাজুয়াল লিভ বরাদ্দ করা হয়।

পশ্চিমবঙ্গে ১৫৩টি লাইসেন্স যুক্ত ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে সরকারি ব্লাড ব্যাঙ্ক ১০৯টি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্ক ৪৪টি। ত্রিপুরায় ১৩টি লাইসেন্স যুক্ত ব্লাড ব্যাঙ্কের মধ্যে ১১টি সরকারি। আসামে লাইসেন্স যুক্ত ৮৬টি ব্লাড ব্যাঙ্কের মধ্যে ৪৬টি সরকারি এবং ৪০টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তিনটি লাইসেন্স যুক্ত ব্লাড ব্যাঙ্কের মধ্যে ২টি সরকারি ব্লাড ব্যাঙ্ক।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার।

 

CG/CB/NS


(Release ID: 1811207) Visitor Counter : 257


Read this release in: English , Urdu , Manipuri