জাহাজচলাচলমন্ত্রক

দেশে জলপথের উন্নয়ন

Posted On: 29 MAR 2022 4:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ, ২০২২
 
টেকনো- ইকনোমিক ফিজিবিলিটি এবং জাতীয় জলপথ বা এন ডবলু এস- এর বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট এর ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যে পরিকল্পনাগুলি পণ্যসম্ভার এবং যাত্রী চলাচলের জন্য কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত ২৬টি এন ডবলু এস-এর জন্য কর্মপরিকল্পনা এবং তাদের অবস্থানের (রাজ্য ভিত্তিক) তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, কর্ণাটক রাজ্যের জলপথের বিশদ বিবরণ দেওয়া হয়েছে।
 
এর পাশাপাশি, জলপথ প্রকল্পের সমাপ্তির জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং প্রত্যাশিত ব্যয় বিবরণ প্রকাশ করা হয়েছে।
 
আন্তঃ বেসিন জল স্থানান্তরের জন্য ১৯৮০ তা সালে তৈরি জাতীয় দৃষ্টিকোণ পরিকল্পনা (এনপিপি)-র অধীনে জাতীয় জল উন্নয়ন সংস্থা ৩০ টি লিঙ্ককে চিহ্নিত করেছে।
 
কেন-বেতওয়া লিঙ্ক হচ্ছে এনপিপির অধীনে প্রথম লিঙ্ক যা বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০২১ সালের মার্চ মাসে কেন- বেতওয়া লিঙ্ক প্রকল্প বাস্তবায়নের জন্য মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য ২০২০-২১ সালে খরচ ধরা হয়েছে ৪৪৬০৫ কোটি টাকা। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দের পরিমাণ ৩৯৩১৭ কোটি টাকা। গত ১১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে জল শক্তি মন্ত্রকের মাধ্যমে এ জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
 
দেশে পণ্যবাহী/ যাত্রী চলাচলের সম্ভাব্য পঁচিশটি জাতীয় জলপথের তালিকা-
 
১) জাতীয় জলপথ-১
গঙ্গা- ভাগীরথী- হুগলি নদী ব্যবস্থা। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ।
 
২) জাতীয় জলপথ-২
ব্রহ্মপুত্র নদী। ধুব্রি, সাদিয়া। আসাম।
 
৩) জাতীয় জলপথ-১৬
বরাক নদী। আসাম।
 
৪) জাতীয় জলপথ-৩
পশ্চিম উপকূল খাল। কোট্টাপুরম কোল্লাম, চম্পা করা এবং উদ্যোগ মন্ডল খাল। কেরালা।
 
৫) জাতীয় জলপথ- ৪।
কৃষ্ণা নদী। বিজয়ওয়াড়া- মুক্তালা। অন্ধ্রপ্রদেশ।
 
৬) জাতীয় জলপথ-৫
ধামরা প্যারাডিও হয়ে মঙ্গলাগাড়ি হয়ে পাকোপাল। ওড়িশা।
 
৭) জাতীয় জলপথ- ৮
আলাপ্পুঝা- চাঙ্গানাসেরি খাল। কেরালা।
 
৮) জাতীয় জলপথ-৯
আলাপ্পুঝা-কোট্টায়াম- অ্যাথিরাম্পুঝা খাল। কেরালা।
 
৯) জাতীয় জলপথ-২৭
কাম্বার জুয়া নদী। গোয়া।
 
১০) জাতীয় জলপথ-৬৮
মান্ডোভি নদী। গোয়া।
 
১১) জাতীয় জলপথ-৮৬
রূপনারায়ন নদী। পশ্চিমবঙ্গ।
 
১২) জাতীয় জলপথ-৯৭
সুন্দরবন জলপথ। পশ্চিমবঙ্গ।
 
১৩) জাতীয় জলপথ-১১১
জুয়ারি নদী। গোয়া।
 
১৪) জাতীয় জলপথ-১০
আম্বা নদী। মহারাষ্ট্র।
 
১৫) জাতীয় জলপথ-৪০
ঘাগড়া নদী। বিহার।
 
১৬) জাতীয় জলপথ-৪৪
ইছামতি নদী। পশ্চিমবঙ্গ।
 
১৭) জাতীয় জলপথ-৫২
কালী নদী। কর্ণাটক।
 
১৮) জাতীয় জলপথ-৫৭
কপিলী নদী। আসাম।
 
১৯) জাতীয় জলপথ-২৫
চাপোরা নদী। গোয়া।
 
২০) জাতীয় জলপথ-৩৭
গণ্ডক নদী। বিহার।
 
২১) জাতীয় জলপথ-২৮
দাভোল ক্রিক ভাসিস্টি নদী। মহারাষ্ট্র।
 
২২) জাতীয় জলপথ-৭৩
নর্মদা নদী। মহারাষ্ট্র ও গুজরাট।
 
২৩) জাতীয় জলপথ-৮৫
রেভাদন্ডা ক্রিক- কুন্ডলিকা নদী ব্যবস্থা। মহারাষ্ট্র।
 
২৪) জাতীয় জলপথ-৯৪
শোন নদী। বিহার।
 
২৫) জাতীয় জলপথ-১০০
তাপি নদী। মহারাষ্ট্র ও গুজরাট।
 
২৬) জাতীয় জলপথ-৩১
ধানসিঁড়ি নদী। আসাম।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB


(Release ID: 1811101) Visitor Counter : 118


Read this release in: English , Manipuri