ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়

পূর্ব দিল্লির নতুন জাফরাবাদে বিকেন্দ্রীভূত বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি পার্কের উদ্বোধন

Posted On: 28 MAR 2022 1:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ মার্চ, ২০২২
 
পূর্ব দিল্লি পুরনিগমের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার বর্জ্য থেকে সম্পদ মিশন কার্যালয়ের উদ্যোগে আগামীকাল পূর্ব দিল্লির নতুন জাফরাবাদে বিকেন্দ্রীভূত বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি পার্কের উদ্বোধন করা হবে। এই মূল উদ্দেশ্যই হল, বর্জ্য সমস্যার সমাধান করা। 
 
পূর্ব দিল্লি পুরনিগমের আওতায় ৪৬৯টি কলোনী ছড়িয়ে রয়েছে ৬৪টি ওয়ার্ডে। দিল্লির জনসংখ্যার ২৩.৫ শতাংশ মানুষের বাস এই অঞ্চলে। এখান থেকে গড়ে প্রায় ২ হাজার টন বর্জ্য পাওয়া যায়। শহর এবং গ্রামীণ স্তরে স্থানীয় প্রশাসনের সমস্যাগুলির কথা বিবেচনা করে পূর্ব দিল্লি পুরনিগমের সহযোগিতায় বর্জ্য থেকে সম্পদ মিশন নতুন জাফরাবাদে এই বিকেন্দ্রীভূত বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি পার্ক স্থাপন করেছে। প্রতিদিন ১০ টন বর্জ্য ব্যবস্থাপনা ক্ষমতা সম্পন্ন এই পার্কটি প্রায় ১ হাজার বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে। পরীক্ষামূলকভাবে এই পার্ক চালু করার পর সাফল্য এলে, দেশের বিভিন্ন শহর, গ্রামীণ এলাকায় এই ধরণের পার্ক গড়ে তোলা হবে।
 
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিম্নলিখিত লিঙ্কে – 
 
https://www.wastetowealth.gov.in/
 
CG/SS/SKD/


(Release ID: 1810786) Visitor Counter : 120


Read this release in: English , Hindi