সংস্কৃতিমন্ত্রক
তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে আগামীকাল থেকে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হচ্ছে
Posted On:
28 MAR 2022 11:49AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২২
রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের দ্বিতীয় পর্বের সূচনা হচ্ছে আগামীকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে। তেলেঙ্গানার রাজ্যপাল শ্রীমতী তামিলিসাই সুন্দররাজন দু’দিনের এই মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি সংস্কৃতি মহোৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ তারিখ অংশ নেবেন।
উল্লেখ করা যেতে পারে, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমে গত ২৬ মার্চ জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের সূচনা হয়।
এই মহোৎসবে স্থানীয় কলাকুশলী ও লোকনৃত্য শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ করবেন। হায়দরাবাদ ব্রাদার্স নামে একটি সঙ্গীত দল ধ্রুপদি সঙ্গীত পরিবেশন করবে। একিভাবে, মহোৎসবের দ্বিতীয় দিনে বিশিষ্ট সুরকার ও কন্ঠশিল্পী শ্রী বন্দেমাতরম শ্রীনিবাস সঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে পদ্ম পুরস্কার জয়ী ডঃ কে পদ্মজা রেড্ডি ধ্রুপদি নৃত্য মঞ্চস্থ করবেন। মূল সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের তৃতীয় পর্যায়ের সূচনা হবে আগামী পয়লা এপ্রিল। এই অনুষ্ঠান তিন দিন চলবে। আমাদের অতুলনীয় দেশ ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা ও বিবিধতার নানা দিক উদযাপনের জন্য সংস্কৃতি মন্ত্রক ২০১৫’তে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের পরিকল্পনা করে। উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালের নভেম্বরে নতুন দিল্লিতে প্রথম রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব আয়োজিত হয়।
CG/BD/SB
(Release ID: 1810588)
Visitor Counter : 155