সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওষুধের মূল্য নির্ধারণ নীতি

प्रविष्टि तिथि: 25 MAR 2022 3:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
২০১২ সালের ৭ই ডিসেম্বর ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং পলিসির (এনপিপিপি) বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওষুধের মূল্য নির্ধারণের জন্য একটি নিয়ন্ত্রক পরিকাঠামো তৈরি করার লক্ষ্যে এটি প্রণয়ন করা হয়েছে, যাতে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়। এতে ওষুধ শিল্প বিকাশের জন্য উদ্ভাবন ও প্রতিযোগিতা ক্ষেত্রের বিকাশ ঘটবে। ২০১২ সালের এনপিপিপি অনুসারে, সরকার ওষুধ (মূল্য নিয়ন্ত্রণ) অর্ডার, ২০১৩ (ডিপিসিও - ২০১৩) জারি করেছে। ডিপিসিও ২০১৩’র নিয়ম অনুযায়ী, ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকায় (এনএলইএম) থাকা সমস্ত নির্ধারিত ফর্মুলেশনের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে থাকে। সমস্ত ওষুধ প্রস্তুতকারকদের এই ওষুধগুলি নির্ধারিত বিক্রয় মূল্যের সমান বা কম দামে বিক্রি করতে হবে। 
 
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা। 
 
 
CG/SS/SB

(रिलीज़ आईडी: 1809768) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu