রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোচের জন্য নতুন প্রযুক্তি

Posted On: 25 MAR 2022 1:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২

 

ভারতীয় রেল তার চাহিদা অনুসারে কোচের জন্য নতুন  প্রযুক্তি ব্যবহার করে। ইতিমধ্যে এলএইচবি প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ট্রেনের কোচ তৈরি করা হচ্ছে।  

এছাড়াওঃ

১) বন্দে ভারত ট্রেনের জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে রেলের কোচ তৈরি করা হচ্ছে।

২)  আইজিবিটি-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ৪৪টি বন্দে ভারত ট্রেন তৈরি করার জন্য ভারতীয় রেল বরাত দিয়েছে। এছাড়াও, আর ৫৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করার জন্য বরাতের প্রস্তুতি চলছে।

৩) ভারতীয় রেল ইতিমধ্যেই জ্বালানি সাশ্রয়ী আরো ৪০০টি বন্দে ভারত ট্রেন তৈরির পরিকল্পনা করছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে।  

৪) রায়বেরিলির মডার্ন কোচ ফ্যাক্টরি দক্ষিণ কোরিয়ার মেসার্স ডাউনসিস-এর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে প্যাসেঞ্জার ট্রেনের জন্য অ্যালুমিনিয়ামের কোচ তৈরি করা হবে।

বর্তমানে আইসিএফ-এর তৈরি রেক ৭৫০ জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনে ব্যবহার করা হয়। স্বচ্ছ ভারত মিশনের আওতায় ভারতীয় রেল সব কামরায় জৈব শৌচালয়ের ব্যবস্থা করেছে। এর ফলে, এখন আর বর্জ্য পদার্থ রেলের ট্র্যাকের ওপর  ফেলা হয় না। এছাড়াও বর্তমানে প্রায় ১,৪৫০টি কোচে ভ্যাকুয়াম ফ্ল্যাশিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন রেল, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

 

CG/CB/DM/


(Release ID: 1809764) Visitor Counter : 135
Read this release in: English , Urdu , Tamil