বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল লেনদেনে উৎসাহদান

Posted On: 25 MAR 2022 12:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২

 

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির একটি অপরিহার্য দিক হ’ল – ডিজিটাল লেনদেন ইকো ব্যবস্থাপনার বিষয়ে প্রচার। এর লক্ষ্য হ’ল – আর্থিক ক্ষেত্রে ডিজিটাইজেশন, স্বচ্ছতা এবং গুণমান বৃদ্ধি। ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে ২ হাজার ৭১ কোটি টাকার ডিজিটাল আর্থিক লেনদেন হয়েছিল, সেখানে ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা হয়েছে। চলতি বছরের ২০শে মার্চ পর্যন্ত ৮ হাজার ১৯৩ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। ভারত ইন্টারফেস ফর মানি ইউনিফায়েড পেমেন্টস্‌ ইন্টারফেস (বিএইচআইএম – ইউপিআই) সাধারণ মানুষের পছন্দসই লেনদেনের মাধ্যম হিসাবে উঠে এসেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্টস্‌ কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এবং ব্যাঙ্কগুলি থেকে পাওয়া সূত্র অনুযায়ী, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে উৎসাহদানে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশে ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহ দিতে মন্ত্রক রুপে ডেবিট কার্ড এবং বিএইচআইএম – ইউপিআই লেনদেনে প্রচারের জন্য উৎসাহদান প্রকল্প চালু করেছে। এই উদ্যোগ দেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনে উৎসাহ যুগিয়েছে। এমনকি, মন্ত্রক একাধিক উৎসাহদায়ক/ক্যাশব্যাক প্রকল্পের সূচনা করেছে। নাগরিকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অর্থ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাতে মন্ত্রক আর্থিক লেনদেন পরিকাঠামো ব্যবস্থার উন্নতিসাধনে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ জারি করেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ‘গ্রামীণ ভারতের ডিজিটাল স্বাক্ষরতার বিষয়ে “প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল স্বাক্ষরতা অভিযান” প্রকল্প চালু করেছে। এমনকি, মন্ত্রক সমস্ত ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা প্রদানকারীকে নিরাপদ আর্থিক লেনদেনের বিষয়ে প্রচার এবং তথ্য সুরক্ষা ক্ষেত্রে সচেতনতা তৈরি করার জন্য প্রচারের পরামর্শ দিয়েছে। ডিজিটাল লেনদেনের বিষয়ে প্রচারের জন্য সংবাদপত্র, এফএম রেডিও এবং হোর্ডিং – এর মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। এমনকি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক উৎসাহদায়ক ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সপ্তাহব্যাপী ‘আজাদি কা ডিজিটাল মহোৎসব’ – এর অঙ্গ হিসাবে মন্ত্রক দেশের ডিজিটাল লেনদেনের যাত্রাপথের বিষয় উদযাপনে ‘ডিজিটাল লেনদেন উৎসব’ শিবিরের আয়োজন করেছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল লেনদেনে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর।

 

CG/SS/SB


(Release ID: 1809752) Visitor Counter : 194


Read this release in: English , Gujarati , Tamil