ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
এমএসএমই সংস্থাগুলির সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা
Posted On:
24 MAR 2022 12:33PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪ মার্চ, ২০২২
বিভিন্ন দেশ এবং দেশের অভ্যন্তরে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যেগ (এমএসএমই) সংস্থাগুলির মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে উৎসাহিত করার জন্য অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প নামে একটি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে। ১৯৯৬ সালে এই প্রকল্পের সূচনা হয়। তারপর থেকে এটি চালু রয়েছে। এই প্রকল্পটি ভারতীয় এমএসএমই ক্ষেত্রকে তাদের আন্তর্জাতিক প্রদর্শনী, বাণিজ্য মেলা, ক্রেতা-বিক্রেতা বৈঠক, আন্তর্জাতিক সম্মেলন এবং আলোচনাসভা আয়োজনের সুবিধা করে দিয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল এমএসএমই ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, তাদের পণ্যের জন্য নতুন বাজার দখল করা, রপ্তানী বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির অন্বেষণ, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি। ২০২০-২১ অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় এমএসএমই সংস্থাগুলিকে ১.৮০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এতে ১০২টি এমএসএমই সংস্থা লাভবান হয়েছে। জিরো ডিফেক্ট অ্যান্ড জিরো এফেক্ট (জেডইডি) প্রকল্পের আওতায় ২৩ হাজার ৯৪৮টি এমএসএমই সংস্থা নাম নথিভুক্ত করেছে।
লোকসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন অতিক্ষু্দ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভর্মা।
CG/SS/NS
(Release ID: 1809420)
Visitor Counter : 137