কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এ প্রশিক্ষণ ও পাঠ্যসূচি

Posted On: 24 MAR 2022 1:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২
 
লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএসএনএএ)-এর পাঠ্যসূচি/ প্রশিক্ষণ মডিউলগুলি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সময়ে সময়ে পরিবর্তন করা হয়ে থাকে। নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি এই প্রতিষ্ঠানে বিভিন্ন উপায়ে দেওয়া প্রশিক্ষণকে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চালানো হয়। 
 
এরই অঙ্গ হিসেবে এলবিএসএনএএ-তে প্রশিক্ষণ ও পাঠ্যসূচির ক্ষেত্রে অংশগ্রহণমূলক শিক্ষা এবং কর্মের কৌশল ব্যবহার করে প্রাথমিক অভিজ্ঞতার মাধ্যমে গ্রামীণ জীবনে আর্থ-সামাজিক বাস্তবতার বিষয় বোঝার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সীমান্ত এলাকায় পরীক্ষামূলক ও অভিজ্ঞতামূলক মডিউল, প্রতিরক্ষা বাহিনীর অগ্রবর্তী চৌকি ও সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। গ্রাম পরিদর্শন ও জেলা ভিত্তিক প্রশিক্ষণের সময় সমাজের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে পারস্পরিক আলোচনা থেকে শেখার উপর জোর দেওয়া হয়েছে। এমনকি প্রশিক্ষণার্থীদের আরও ভাল অন্তর্দৃষ্টি গড়ে তোলা এবং শেখার জন্য বর্তমান আর্থ-সামাজিক সমস্যাগুলির সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলি গ্রহণের বিষয়ে উৎসাহিত করা হয়েছে। হিমালয়ের অভ্যন্তরীণ অংশে সপ্তাহব্যাপী ভ্রমণের মাধ্যমে দেশের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য এবং পরিবেশের প্রতি সংবেদনশীল গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে।
 
রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কর্মীবর্গ, গণঅভিযোগ ও পেনশন এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
 
CG/SS/SKD/


(Release ID: 1809418) Visitor Counter : 90


Read this release in: English , Urdu